IAS Story: হিন্দি মাধ্যমের শীর্ষস্থানীয় ছাত্রী মহা কুম্ভমেলায় খুঁজে পেলেন জীবনসঙ্গী, শিক্ষকের মেয়ে দ্বিতীয় প্রচেষ্টায় IAS অফিসার
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Kritika Mishra IAS Story: মধ্যবিত্ত পরিবার থেকে আসা কৃত্তিকা মিশ্র তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ৬৬ নম্বর র্যাঙ্ক পেয়ে হিন্দি মাধ্যমে শীর্ষস্থানও অর্জন করেছেন।
UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। হিন্দি মাধ্যমের ক্ষেত্রে সেই চ্যালেঞ্জ আরও বেশি। কিন্তু উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা কৃত্তিকা মিশ্র এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠেছেন এবং প্রমাণ করেছেন যে ভাষা কখনই দক্ষতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না। মধ্যবিত্ত পরিবার থেকে আসা কৃত্তিকা মিশ্র তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ৬৬ নম্বর র‍্যাঙ্ক পেয়ে হিন্দি মাধ্যমে শীর্ষস্থানও অর্জন করেছেন।
advertisement
আইএএস কৃত্তিকা মিশ্রের গল্প কেবল কঠোর পরিশ্রমের নয়, বরং অধ্যবসায় এবং প্রচেষ্টারও। একজন কলেজ লেকচারারের মেয়ে তিনি, বাড়িতে তাঁর সবসময় পড়াশোনার পরিবেশ ছিল। তবে, হিন্দি মাধ্যমে ছাপ ফেলা সহজ ছিল না। কৃত্তিকার সাফল্য তাঁর চমৎকার কৌশল, অটল আত্মবিশ্বাস এবং তাঁর পরিবারের সমর্থনের উপরে দাঁড়িয়ে রয়েছে। আজকাল IAS কৃত্তিকা মিশ্রের সাফল্যের গল্পের পাশাপাশি IAS অঙ্কুর ত্রিপাঠীর সঙ্গে তাঁর প্রেমের গল্পও জনপ্রিয়তা অর্জন করেছে।
advertisement
আইএএস কৃত্তিকা মিশ্র হলেন হিন্দি মাধ্যমের গর্ব: আইএএস কৃত্তিকা মিশ্র কানপুরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তাঁর প্রাথমিক শিক্ষা লাভ করেন। কৃত্তিকার বাবা দিবাকর মিশ্র কানপুরের চুন্নিগঞ্জের বিশ্বম্ভর নাথ সনাতন ধর্ম ইন্টার কলেজের একজন লেকচারার এবং তার ছোট বোন মুদিতা মিশ্র হিন্দি সাহিত্যে পিএইচডি করছেন। কৃত্তিকা কানপুর বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত পৃথ্বী নাথ কলেজ থেকে হিন্দি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। যখন তিনি সিভিল সার্ভিসে যোগদানের সিদ্ধান্ত নেন, তখন অনেকেই তাঁকে ইংরেজি মাধ্যম বেছে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু কৃত্তিকা হিন্দিতে তাঁর সাধনায় অটল থাকেন।
advertisement
দ্বিতীয় প্রচেষ্টায় শীর্ষস্থান অর্জন করেন: কৃত্তিকা মিশ্র ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন। তবে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তিনি নিজে ত্রুটিগুলি বিশ্লেষণ করেন। এরপর তিনি ইউপিএসসি মেইন পরীক্ষার জন্য উত্তর লেখার ধরনে বিশেষভাবে মনোনিবেশ করেন এবং হিন্দি সাহিত্যকে তাঁর ঐচ্ছিক বিষয় হিসেবে বেছে নেন। অবশেষে তিনি ইউপিএসসি ২০২২ পরীক্ষার ফলাফলে ৬৬তম সর্বভারতীয় স্থান অর্জন করেন। সেই বছর তিনি হিন্দি মাধ্যম ইউপিএসসি-তে শীর্ষস্থান অধিকার করেন।
advertisement
মহাকুম্ভে শুরু হওয়া এক প্রেমকাহিনি: আইএএস কৃত্তিকা মিশ্রের সাফল্য যেমন ব্যাপকভাবে আলোচিত, তেমনই আইএএস অঙ্কুর ত্রিপাঠীর সঙ্গে তাঁর প্রেমকাহিনীও। প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভের সময় তাঁদের দেখা হয়। এর আগে মুসৌরিতে এলবিএসএনএএ-তে ফাউন্ডেশন কোর্সের সময়ও তাঁদের দেখা হয়েছিল। ২০২২ সালের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অমেঠির অঙ্কুর ত্রিপাঠীকে আইপিএস অফিসার হওয়ার সুযোগ দেওয়া হয়। তাঁরা একসঙ্গে ফাউন্ডেশন প্রশিক্ষণ গ্রহণ করেন। অঙ্কুর ত্রিপাঠী ২০২৪ সালের পরীক্ষায় ৫০তম স্থান অর্জন করেন এবং আইএএস অফিসার হন।
advertisement
হিন্দি মাধ্যম প্রার্থীদের জন্য বিশেষ পরামর্শ: আইএএস কৃত্তিকা মিশ্র বলেন, হিন্দি মাধ্যম প্রার্থীদের ভয় কাটিয়ে ওঠা উচিত। তিনি বিশ্বাস করেন যে বিভিন্ন লেখকের অসংখ্য বই পড়ার পরিবর্তে তাদের কেবল নির্বাচিত বই পড়া উচিত। মত প্রকাশের দক্ষতা উন্নত করা এবং নিয়মিত উত্তর লেখা অনুশীলন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের থেকে নিজেকে কখনই নিকৃষ্ট মনে করা যাবে না। এই ভয় কাটিয়ে উঠলেই সফল হতে পারবেন যে কেউ বলে মনে করেন তিনি।







