Jalpaiguri News: হাতি-গণ্ডারের ভয়ে কাবু গ্রাম! সেখান থেকে প্রথম মাধ্যমিক দেবে এই মেয়ে! জলপাইগুড়ি বনবস্তির গর্ব সুমিলা
- Reported by:SUROJIT DEY
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
ডুয়ার্সের গরুমারা জঙ্গলঘেরা বুধুরাম বনবস্তি থেকে ইতিহাস গড়তে চলেছে সুমিলা ওরাওঁ। এই গ্রাম থেকে প্রথমবার মাধ্যমিক পরীক্ষায় বসছে সে। বন্যপ্রাণীর আতঙ্ক পেরিয়ে প্রতিদিন ৭ কিলোমিটার পথ অতিক্রম করে পড়াশোনার লড়াই চালিয়ে যাচ্ছে এই অগ্নিকন্যা।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: এই গ্রামে এক জনও কেউ মাধ্যমিক পরীক্ষায় দেয়নি! সেখান থেকেই এবছর প্রথম মাধ্যমিক পরীক্ষা দেবে ডুয়ার্সের এই কন্যা! বন্যপ্রাণের আক্রমণের ভয়ে ভরা জঙ্গল এলাকা থেকে ৭ কিলোমিটার পথ পেরিয়েই চলছে তার নিত্য দিনের পড়াশোনার যুদ্ধ। লক্ষ্য একটাই নিজের পায়ে দাঁড়ান, স্বপ্ন পূরণ করা। যে গ্রামে আজও কেউ মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি, সেই গ্রাম থেকেই ইতিহাস গড়তে চলেছে এক বনবস্তির মেয়ে। প্রতিকূলতাকে সঙ্গী করেই এগিয়ে চলেছে সুমিলা ওরাওঁ। গরুমারা জঙ্গলঘেরা ময়নাগুড়ি ব্লকের রামশাই এলাকার প্রত্যন্ত বুধুরাম বনবস্তি চারদিকে ঘন জঙ্গল, দুর্গম কাঁচা রাস্তা আর বন্যপ্রাণীর চিরন্তন আতঙ্ক।
এমন পরিবেশেই বেড়ে উঠেছে সুমিলা।এই বনবস্তি থেকে এবারই প্রথম কোনও পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। সেই পড়ুয়ার নাম সুমিলা ওরাওঁ। পানবাড়ি ভবানী হাই স্কুলের ছাত্রী সে। বাবা মঞ্চাল ওরাওঁ কাজের সূত্রে বর্তমানে বাইরে থাকেন। মা রূপালি ওরাওঁ কৃষিকাজ ও চা বাগানে কাজ করে কোনওমতে সংসার চালান। অভাব-অনটনের মধ্যেও চার মেয়েকে শিক্ষিত করে তুলতে আপসহীন লড়াই চালিয়ে যাচ্ছে পরিবারটি।
advertisement
advertisement
প্রতিদিন ভোরবেলা সাইকেল নিয়ে গরুমারা জঙ্গলের মধ্য দিয়ে প্রায় ৭ কিলোমিটার পথ পাড়ি দেয় সুমিলা স্কুল ও টিউশনের উদ্দেশে। হাতি, গন্ডার, বাইসনের মতো বন্যপ্রাণীর ভয় নিয়েই ছুটে চলে তার পড়াশোনার পথ। তবুও কোনওদিন থেমে থাকেনি সে। গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করে আজ মাধ্যমিক পরীক্ষার্থী হওয়া—এই যাত্রা সহজ ছিল না। সুমিলার স্বপ্ন বড় হয়ে নার্স হওয়ার। বনবস্তির মানুষদের সেবা করতে চায় সে।
advertisement
তার মা রূপালি ওরাওঁ বলেন, “যতদূর সামর্থ্য আছে, মেয়েকে পড়াতে চাই। পড়াশোনাই একমাত্র পথ।” এই প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী পেয়ে উচ্ছ্বসিত গোটা বুধুরাম বনবস্তি। সুমিলার সাফল্যে অনুপ্রাণিত হবে আগামী প্রজন্ম এই আশাতেই দিন গুনছেন প্রতিবেশীরা।প্রতিকূলতার সঙ্গে লড়াই করা এই মেয়ের স্বপ্ন সফল হোক সেই প্রার্থনাতেই এখন তাকিয়ে গোটা গ্রাম।
view commentsLocation :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 12, 2026 5:37 PM IST






