Cervical Cancer Symptoms: প্রায় উপসর্গহীন এই রোগ! নীরবে শরীরে বাসা বাঁধে HPV, বছর পরে ডেকে আনে সার্ভিক্যাল ক্যানসার সতর্ক করছেন বিশেষজ্ঞরা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Cervical Cancer Symptoms: প্রতি বছর জানুয়ারি মাসকে বিশ্বজুড়ে সার্ভিক্যাল ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য এমন একটি রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো, যা অধিকাংশ ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য হলেও আজও হাজার হাজার নারীর জীবনে প্রভাব ফেলছে।
প্রতি বছর জানুয়ারি মাসকে বিশ্বজুড়ে সার্ভিক্যাল ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য এমন একটি রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো, যা অধিকাংশ ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য হলেও আজও হাজার হাজার নারীর জীবনে প্রভাব ফেলছে। ভারতে নারীদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক সাধারণ ক্যানসার হল সার্ভিক্যাল ক্যানসার।
advertisement
বিশেষজ্ঞদের মতে, এই রোগটি ধীরে ধীরে বিকশিত হয় এবং প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনও স্পষ্ট উপসর্গ দেখা যায় না। ফলে সচেতনতা, সময়মতো স্ক্রিনিং এবং প্রতিরোধই এই রোগ মোকাবিলার সবচেয়ে বড় অস্ত্র। সার্ভিক্যাল ক্যানসারের মূল কারণ হিসেবে চিহ্নিত হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV)—একটি সাধারণ কিন্তু বহু নারীর কাছে এখনও ভুলভাবে বোঝা ভাইরাস।
advertisement
advertisement
HPV সংক্রমণ থেকে সার্ভিক্যাল ক্যানসারসার্ভিক্যাল ক্যানসার জরায়ুর নীচের অংশে, অর্থাৎ সার্ভিক্সে শুরু হয়। এই ক্যানসারের প্রধান কারণ হল হাই-রিস্ক HPV স্ট্রেনের দীর্ঘস্থায়ী সংক্রমণ, যা মূলত যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। যদিও অধিকাংশ ক্ষেত্রে HPV সংক্রমণ শরীর নিজেই প্রতিরোধ করে ফেলে, তবে কিছু উচ্চ ঝুঁকির ধরন বহু বছর শরীরে থেকে যেতে পারে।
advertisement
advertisement
কেন সার্ভিক্যাল ক্যানসার প্রায়শই নজরে আসে নাএই রোগের অন্যতম বড় সমস্যা হল প্রাথমিক পর্যায়ে উপসর্গের অভাব। ফলে অনেক নারীই স্ক্রিনিং করাতে দেরি করেন। উপসর্গ দেখা দেওয়ার সময় অনেক ক্ষেত্রে রোগটি ইতিমধ্যেই জটিল পর্যায়ে পৌঁছে যায়, যার ফলে চিকিৎসাও কঠিন হয়ে ওঠে। তাই কোনও উপসর্গ না থাকলেও নিয়মিত স্ক্রিনিং অত্যন্ত জরুরি বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।
advertisement
যে উপসর্গগুলিকে অবহেলা করা উচিত নয়-যদিও শুরুতে উপসর্গ থাকে না, তবে কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন—মাসিকের বাইরে বা সহবাসের পর অস্বাভাবিক রক্তপাতদীর্ঘদিন ধরে তলপেট বা কোমরে ব্যথাযৌন সংসর্গের সময় ব্যথাঅস্বাভাবিক বা দুর্গন্ধযুক্ত যোনি স্রাবএই লক্ষণগুলি শুধুমাত্র সার্ভিক্যাল ক্যাসারের জন্য নয়, তবে একেবারেই উপেক্ষা করা উচিত নয়।
advertisement
স্ক্রিনিংয়ের গুরুত্বপ্যাপ স্মিয়ার টেস্ট এবং HPV টেস্ট সার্ভিক্যাল ক্যানসার আগাম শনাক্ত করতে অত্যন্ত কার্যকর। প্যাপ টেস্টে সার্ভিক্সের কোষের অস্বাভাবিকতা ধরা পড়ে, আর HPV টেস্টে ভাইরাসের উচ্চ ঝুঁকির ধরন শনাক্ত করা যায়। আগেভাগে প্রি-ক্যানসারস পরিবর্তন ধরা পড়লে চিকিৎসার সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। চিকিৎসকেরা জানাচ্ছেন, HPV ভ্যাকসিন নেওয়া থাকলেও স্ক্রিনিং বন্ধ করা যাবে না।
advertisement
advertisement
advertisement






