TRENDING:

South 24 Parganas News: বাংলার এই এলাকার মেয়েদের আজও ১৮ হওয়ার আগেই বিয়ে হয়ে যায়! জারি আছে পরিস্থিতি বদলের চেষ্টা

Last Updated:

সুন্দরবনের কথা সারা পৃথিবী জানে, কিন্তু খোঁজ রাখে কজন! এই বাংলার সবচেয়ে পিছিয়ে পড়া এলাকাগুলোর অন্যতম সুন্দরবন। সেখানে আজও ১৮ হ‌ওয়ার আগেই মেয়েদের বিয়ে হয়ে যায়, হামেশাই হয় কন্যা ভ্রূণ হত্যা। সেই পরিস্থিতি বদলের লক্ষ্যে নেওয়া হল বড় পদক্ষেপ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দক্ষিণ ২৪ পরগনা: বাল্য বিবাহ বন্ধ, নারী পাচার বন্ধ সহ একাধিক জনসচেতনতা মূলক কাজ করে চলেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তারা সরকারের সঙ্গে মিলেই এই কাজ করছে। তেমন‌ই একটি সংস্থা হল বাগবেড়িয়া সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার মিশন। তারা রাজ্য যুব কল্যান দফতর ও ইউনিসেফের সহায়তায় নানান কর্মসূচি নেয়। মঙ্গলবার জয়নগর-২ ব্লকের নিমপিঠ বাগবেড়িয়ায় বাল্য বিবাহ, কন্যা ভ্রুণ হত্যা, নারী-পুরুষের সমানাধিকার সহ একাধিক বিষয় নিয়ে একটি সচেতনতা শিবির আয়োজন করে।
advertisement

স্বেচ্ছাসেবী সংগঠনের এই শিবিরে উপস্থিত ছিলেন ভারত সরকারের যুব কল্যান দফতরের ডেপুটি ডিরেক্টর ডঃ রাজিত শুভ্র নস্কর, কামিনী কুমার গুছাইত, ভারতীয় যুব অভিসার সুমিতা দাস হালদার, রিমি মজুমদার, জয়নগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোনাজাত আলি খান, সাহাজাদাপুর পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য রহিম মোল্লা, সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের সম্পাদক বিশ্বনাথ নাইয়া সহ আরও অনেকে।

advertisement

আরও পড়ুন: থামছে না মৃত্যু মিছিল, পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েই চলেছে এই প্রাণী

এই অনুষ্ঠানের বিষয়ে সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের সম্পাদক বিশ্বনাথ নাইয়া বলেন, "বাল্য বিবাহ বন্ধ, নারী পাচার রোধ, ভ্রুণ হত্যা আটকাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা সরকারের সহায়তায় একটি সচেতনতা মূলক শিবির করলাম। আগামী দিনেও এরকম শিবির হবে। আমরা চাই এই সব শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ুক।"

advertisement

View More

সুন্দরবনের কথা সারা পৃথিবী জানে। কিন্তু এই সুন্দরবন পশ্চিমবঙ্গের অন্যতম প্রত্যন্ত এলাকা। এখানকার বেশিরভাগ গ্রাম পিছিয়ে পড়া। স্বাভাবিকভাবেই শিক্ষার হারও এখানে অনেক কম। প্রায় সময়‌ই দেখা যায়, গ্রামের মেয়েদের ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে শুধু আইন করে উপর থেকে নিষেধাজ্ঞা চাপিয়ে দিলে কাজ হবে না। এমন পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে একমাত্র সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই পরিস্থিতির উন্নতি ঘটতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাংলার এই এলাকার মেয়েদের আজও ১৮ হওয়ার আগেই বিয়ে হয়ে যায়! জারি আছে পরিস্থিতি বদলের চেষ্টা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল