Sagar Island Jetty : সাগরে যাওয়ার জন্য ১৪ তারিখ থেকে নয়া নিয়ম! ১ নম্বর ঘাট থেকে মিলবে না ভেসেল, যেতে হবে অন্য জেটিতে‌

Last Updated:

Sagar Island Jetty : সাগর মেলার আগেই লট এইট এর ১ নম্বরের বদলে ভেসেল মিলবে ৪ নম্বর ঘাটে। শুক্রবার থেকে নতুন নির্দেশিকা বলবৎ হবে‌।

লট এইট এর ৪ নম্বর ঘাট
লট এইট এর ৪ নম্বর ঘাট
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সাগর মেলার আগেই লট এইট এর ১ নম্বরের বদলে ভেসেল মিলবে ৪ নম্বর ঘাটে। ইতিমধ্যে নোটিশ দিয়ে এই কথা জানানো হয়েছে। শুক্রবার অর্থাৎ ১৪ নভেম্বর থেকে নতুন নির্দেশিকা বলবৎ হবে‌। সামনেই গঙ্গাসাগর মেলা। সেজন্য মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেজিং এর কাজ।
আর যার ফলে সাগরে যাওয়ার জন্য ব্যবহার করতে হবে লট এইট-র ৪ নং জেটি ঘাট। সাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাট থেকেও ভেসেল গিয়ে পৌঁছবে কাকদ্বীপের এই লট নম্বর এইটের ৪নং জেটিতে‌।  কচুবেড়িয়া ও লট এইট-এ ভেসেল ঘাটে নোটিশ দিয়ে এমনটাই জানিয়ে দিয়েছে ভেসেল কর্তৃপক্ষ। ফলে অসুবিধা হতে পারে নিত্যযাত্রীদের। তবে সাগর মেলার বিপুল সংখ্যক পূণ্যার্থীদের সুবিধার্থে এই সমস্যা হাসিমুখে মেনে নেবেন বলে জানিয়েছেন সাগরের বাসিন্দারা।
advertisement
advertisement
আগে ১ নং জেটি দিয়ে ভেসেল পারাপার করা হত। এলসিটি ঘাট দিয়ে বড় গাড়ি পারাপার করত। বর্তমানে কাকদ্বীপের লট নম্বর ৮ এর এক নম্বর জেটি থেকে ভেসেল পরিষেবা বন্ধ থাকবে। মুড়িগঙ্গা নদীতে চলছে ড্রেজিং এরপর চলবে চ্যানেল মার্কিং এর কাজ। চ্যানেল মার্কিং করার পর নেভিগেশন সিস্টেমের অন্তর্ভুক্ত করা হবে‌।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে ড্রেজিং করাটা খুবই গুরুত্বপূর্ণ কাজ বলে জানিয়েছেন প্রাশাসনিক কর্মকর্তারা। এই কাজ শেষ হলে ভাটার সময়ও ভেসেল পারাপার করতে পারবে। কাজ চলাকালীন ভেসেলের সংখ্যা কমানো হলে, তাও জানানো হবে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সাগরে যাওয়ার জন্য এই ৪ নং জেটিঘাটই ব্যবহার করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sagar Island Jetty : সাগরে যাওয়ার জন্য ১৪ তারিখ থেকে নয়া নিয়ম! ১ নম্বর ঘাট থেকে মিলবে না ভেসেল, যেতে হবে অন্য জেটিতে‌
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement