Fire in Warehouse : প্রচুর টাকার ক্ষতি, গঙ্গাসাগরে টন টন শুটকি পুড়ে ছাই! আগুনে ধ্বংস পুরো গোডাউন, তদন্তে নেমেছে প্রশাসন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Fire in Warehouse : গঙ্গাসাগরে শুটকি মাছের গোডাউনে ভয়াবহ আগুন। পুড়ে নষ্ট হয়েছে শুটকি মাছ সহ অন্যান্য সামগ্রী।
advertisement
1/6

গঙ্গাসাগরে শুটকি মাছের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় গোডাউনটি ভস্মীভূত হয়েছে। সেখানে থাকা শুটকি মাছ সহ অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে। <strong>(ছবি ও তথ্য : নবাব মল্লিক)</strong>
advertisement
2/6
এই আগুন ঠিক কি কারণে সেখানে লাগল তা এখনও নিশ্চিত করা যায়নি। মাছ শুকনো হওয়ার কারণে সেটি দাহ্য পদার্থে পরিণত হয়েছিল। সেখানে কোনও কারণে আগুন লাগায় এই ঘটনা বলে মনে করা হচ্ছে।
advertisement
3/6
ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে এই গোডাউন ম্যাট ফোর জাতীয় বলে জানা গিয়েছে। গঙ্গাসাগর কোস্টাল থানা ইতিমধ্যে আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে।
advertisement
4/6
অন্যদিকে সাগরের মহিষামারিতে অপর একটি আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মশা মারা ধূপ অথবা ট্রে থেকে সেখানে আগুন লাগে বলে জানা গিয়েছে। এই ঘটনায় একটি গবাদি পশু পুড়ে তৎক্ষণাৎ মারা যায়।
advertisement
5/6
শীতকালে পরিবেশ শুষ্ক থাকে। ফলে এমন ঘটনা বেশি ঘটে। এই সম্বন্ধে সকলকে সচেতন থাকতে হবে। সাগরের এই ভয়াবহ আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দারাও হতবাক। অতিরিক্ত দাহ্য বস্তু থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
advertisement
6/6
পরে বালি ও অন্যান্য বস্ত চাপা দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাগুলি কি কারণে হয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ক্ষতির পরিমান ও দেখা হচ্ছে। <strong>(ছবি ও তথ্য: নবাব মল্লিক)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Fire in Warehouse : প্রচুর টাকার ক্ষতি, গঙ্গাসাগরে টন টন শুটকি পুড়ে ছাই! আগুনে ধ্বংস পুরো গোডাউন, তদন্তে নেমেছে প্রশাসন