TRENDING:

Weekend Trip: উইকএন্ডে বিচ ভ্রমণের প্ল্যান? কলকাতার কাছে অফবিট সমুদ্র সৈকত, খরচ মাত্র ১২০০ টাকা, পাবেন না দিঘা-মন্দারমণির ভিড় আর হট্টগোল

Last Updated:
Weekend Trip: এই শীতে ঘুরে আসুন নামখানার হরিপুর বিচে। সাদা বালির সৈকত, লাল কাঁকড়া, ম্যানগ্রোভ বন আর সুন্দরবনের লোথিয়ান আইল্যান্ড ঘেরা এই অফবিট সৈকত এখন উইকএন্ড ট্রিপের আদর্শ গন্তব্য।
advertisement
1/6
উইকএন্ডে বিচ ভ্রমণের প্ল্যান? কলকাতার কাছে অফবিট সমুদ্র সৈকত, খরচ মাত্র ১২০০ টাকা
এবার শীতে গন্তব্য হোক অফবিট সৈকত হরিপুর বিচ। কাঁথির হরিপুর সৈকতের মত জনপ্রিয়তা না পেলেও, নামখানার হরিপুর প্রাকৃতিক সৌন্দর্যে কম যায়না একেবারেই।সাদাবালির সৈকত ও লাল কাঁকড়া অবশ্যই দেখতে পাবেন আপনি। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
নামখানা থেকে গাড়িতে চেপে আপনি পৌঁছে যেতে পারেন এখানে। নির্জন সৈকতে একদিকে বঙ্গোপসাগর অন্যদিকে সুন্দরবনের লোথিয়ান আইল্যান্ড। দ্বীপটি এখনও নির্জন দ্বীপ হিসাবে পরিচিত।
advertisement
3/6
হরিপুরে এখন কিছু হোম স্টে পেয়ে যাবেন আপনি। এখানে আসলে থাকা খাওয়া সবকিছু মিলিয়ে খরচ পড়বে মাথাপিছু ১২০০ থেকে ১৩০০ টাকার কাছাকাছি। সমুদ্রের ধারের সুমিষ্ট বাতাসে মন ভাল হয়ে যাবে আপনার। সকালে আর বিকেলে এখানে মনোরম থাকে আবহাওয়া।
advertisement
4/6
এখানে রাতের দিকে সমুদ্রের ধারে নোনা হাওয়ার মধ্যে মাছ ভাজা খাওয়ার মজা, দিনের বেলা খোলা সৈকতে লাল কাঁকড়া দেখার মজাই আলাদা। কলকাতা থেকে মাত্র ১৩০ কিমি দূরে অবস্থিত এই জায়গাটি।
advertisement
5/6
গাড়ি নিয়েই পৌঁছে যাওয়া যায় সেখানে। ট্রেনে করে তো যাওয়া যায়।এখানে সৈকতের পাশে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। রয়েছে ঝাউয়ের জঙ্গল।
advertisement
6/6
এখানে সমুদ্রের থেকে ঢিলছোঁড়া দূরত্বে রয়েছে একাধিক হোম স্টে। এছাড়াও রয়েছে টেন্ট। দু'ধরনের টেন্ট রয়েছে। দুই শয্যা ও চার শয্যার। আগের থেকে এগুলি অনেক উন্নত। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: উইকএন্ডে বিচ ভ্রমণের প্ল্যান? কলকাতার কাছে অফবিট সমুদ্র সৈকত, খরচ মাত্র ১২০০ টাকা, পাবেন না দিঘা-মন্দারমণির ভিড় আর হট্টগোল
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল