সস্তার প্যাথলজি ল্যাব চালু হল বারুইপুরে! টেস্টের খরচ মাত্র ৩০ টাকা, সঙ্গে জলের দরে মিলছে অনলাইনে বিশেষজ্ঞের পরামর্শও
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
স্বাস্থ্য পরিষেবার এক অনন্য নজির গড়ল বারুইপুরে এক সংস্থা। হ্যাঁ ঠিকই শুনছেন স্বাস্থ্য পরিষেবায় এক অনন্য নজির গড়ল বারুইপুরের।
বারুইপুর, সুমন সাহা: স্বাস্থ্য পরিষেবায় এক অনন্য নজির গড়ল বারুইপুরের এক সংস্থা। হ্যাঁ ঠিকই শুনছেন স্বাস্থ্য পরিষেবায় এক অনন্য নজির গড়ল বারুইপুরের। যেখানে একই ছাদের নিচে চিকিৎসকের পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধপত্র ও ডায়গনেস্টিক পরিষেবার সুবিধা পেয়ে যাবেন সাধারণ মানুষ খুবই নুন্যতম খরচে।
তাই এই সংস্থার উদ্যোগে নিজেদের একটি প্রকল্পের মাধ্যমে বারুইপুরের বুকে স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্তের উন্মোচন করল। বিশেষ করে নিম্মবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে। যেখানে নামমাত্র খরচে একদিকে যেমন সঠিক মাপকাঠির পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন আপনারা, ৭০ টাকা থেকে ১৪০০ টাকার প্যাথলজিক্যাল টেস্ট মাত্র ৩০ টাকা থেকে ২৬০ টাকায়, তেমনই মাত্র ১০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও নিতে পারবেন রোগী ও তাঁদের পরিজনরা। যেখানে বিভিন্ন প্যাথলজি সেন্টারে অভিজ্ঞ ডাক্তারের থেকে পরামর্শ বা রোগী দেখাতে গেলে ৪০০ থেকে ৫০০ টাকা ভিজিট দিতে হয় রোগীর পরিবারে সেখানে অনেকটাই কম খরচে।
advertisement
আরও পড়ুন: ফসলের মরশুম শেষ হতেই বিকল্প চাষ মালদহের চাষির! শীতে চাহিদা তুঙ্গে, কামাচ্ছেন লক্ষ লক্ষ টাকা
advertisement
শুধু তাই নয়, চেন্নাইয়ের বড় বড় নার্সিংহোমে থেকে শুরু করে কলকাতা, দিল্লির নাম করা চিকিৎসকদের পরামর্শও মিলবে অনলাইনে মাত্র ১০০ টাকা খরচ করেই। এছাড়া ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ে ওষুধও মিলবে এই প্রতিষ্ঠানে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজ থেকেই শুরু হয়ে গিয়েছে এই ক্লিনিক। শুধুমাত্র এবার ঘরে বসে এক ক্লিকেই ওষুধ নয়, সঙ্গে মিলবে এই উন্নততর স্বাস্থ্য পরিষেবা এই সংস্থার হাত ধরে। এমনই পরিষেবা শুরু হতে খুশি বারুইপুরবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 12, 2025 6:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সস্তার প্যাথলজি ল্যাব চালু হল বারুইপুরে! টেস্টের খরচ মাত্র ৩০ টাকা, সঙ্গে জলের দরে মিলছে অনলাইনে বিশেষজ্ঞের পরামর্শও

