Business Idea: স্বল্প বিনিয়োগে দুর্দান্ত বিজনেস আইডিয়া! রোজ হতে পারে ৩-৪ হাজার টাকা লাভ, কাঠের ফ্রেম তৈরির ব্যবসায় অঢেল আয়ের সুযোগ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Business Idea: সামনেই আবার ভোটের মরশুম। সেই সময় প্রচুর ফ্লেক্স তৈরির অর্ডার আসে। তখন আরও বড় ফ্রেম তৈরির অর্ডার মিলবে। ফলে এখন থেকে এই ব্যবসা শুরু করলে ভাল লাভ হতে পারে।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ কাঠের ফ্রেম তৈরির ব্যবসা করে আয়ের সুযোগ। সেই সঙ্গেই বিস্তর লাভের সম্ভাবনা। সবচেয়ে ভাল বিষয় হল, এই ব্যবসার জন্য ফেলে দেওয়া অথবা যে কাঠ কোনও কাজে লাগে না সেই কাঠও ব্যবহার করা যায়। নরম কাঠ থেকে কাঠের টুকরো ব্যবহার করে এই ব্যবসা শুরু করতে পারেন আপনিও।
বর্তমানে ফ্লেক্সের ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ফ্লেক্সকে সাপোর্ট দিতে কাঠের হালকা ফ্রেম লাগছে। ৮ টাকা স্কোয়ার ফিট হিসেবে এই ফ্রেম তৈরি হচ্ছে। একটা ছোট সাইজের ফ্রেমেও ১০০-১২০ টাকা লাভ থাকছে।
আরও পড়ুনঃ দুয়ারে চিকিৎসা! মানুষকে আর ছুটতে হবে না হাসপাতাল, হাওড়ায় চালু হয়ে গেল ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র
সামনেই আবার ভোটের মরশুম। সেই সময় প্রচুর ফ্লেক্স তৈরির অর্ডার আসে। তখন আরও বড় ফ্রেম তৈরির অর্ডার মিলবে। ফলে এখন থেকে এই ব্যবসা শুরু করলে ভাল লাভ হতে পারে। এখন জামাকাপড়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দোকানের বিজ্ঞাপনের ভাল অর্ডার আসছে।
advertisement
advertisement
এই বিষয়ে প্রভাত পাল নামে এক ব্যবসায়ী জানিয়েছেন, এখন রোজ ৩০-৪০টা করে ফ্রেম তৈরি করতে হচ্ছে। পরে আরও অর্ডার আসবে। ফ্রেম তৈরি করতে খুব একটা সময় লাগে না। কাঠও খুব কম লাগে, যে কেউ এই ব্যবসায় নামতে পারেন। এই কাজে পারদর্শী এক কর্মী প্রশান্ত হালদার জানিয়েছেন, এই কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সামনে ভোটের মরশুম। তখন অনেক অর্ডার আসবে। ফ্লেক্স তৈরি করে এনে দিলে তাঁরা সেই মাপ অনুযায়ী ফ্রেম তৈরি করে নেবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যাচ্ছে, এই ব্যবসায় রোজ কম করে ৪ থেকে ৫ হাজার টাকার ফ্রেম বিক্রি হয়ে থাকে। এর জন্য পেরেক ও কাঠ কিনতে এক থেকে দেড় হাজার টাকা খরচ হবে। ফলে রোজ ৩ থেকে ৪ হাজার টাকা লাভ করার সুযোগ থাকছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 13, 2025 1:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Business Idea: স্বল্প বিনিয়োগে দুর্দান্ত বিজনেস আইডিয়া! রোজ হতে পারে ৩-৪ হাজার টাকা লাভ, কাঠের ফ্রেম তৈরির ব্যবসায় অঢেল আয়ের সুযোগ
