আরও পড়ুন Murshidabad Weather: ঠান্ডায় যেন জমে কুলফি! বুধবার সকাল হতেই মুর্শিদাবাদে থরহরি কম্প
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত ম্যাজিসিয়ান ফ্যান্টাসিকো। সুন্দরবন এলাকায় তিনি এধরণের অনুষ্ঠান করে খুবই খুশি। এই অনুষ্ঠান দেখতে স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও গ্রামের বাসিন্দারাও ভিড় করেছিলেন।এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজে স্টেজে একটি বাক্সের মধ্যে প্রবেশ করেন। পরে সেটিকে দড়ি দিয়ে বাঁধা হয়। এমনকি বাক্সটিকে তালাবন্ধ ও করা হয়। এরপর তিনি সবার সামনে বাক্স থেকে বের হয়ে বাইরে আসেন। এরপর একটি ব্যক্তিকে শ্যূণ্যে ভাসিয়ে দেখান। আর যা দেখে সেখানে থাকা জনতা আনন্দে আত্মহারা হয়ে ওঠে।
advertisement
আরও পড়ুন Purulia News : পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পুরুলিয়ায়
এ নিয়ে ম্যাজিসিয়ান ফ্যান্টাসিকো জানান তিনি ফ্লোটিং লেডি, ইন্ডিয়ান মুন, টেম্পেল অফ বেনারস, ওয়াটার অফ ইন্ডিয়া সহ একাধিক বিখ্যাত যাদু দেখিয়েছেন। এগুলি পুরোপুরি বিজ্ঞানের উপর নির্ভরশীল। তিনি সকলের কাছে অনুরোধ করেছেন ম্যাজিক শেখার জন্য, এবং সমাজকে কুসংস্কার মুক্ত করার জন্য।মুলত যাদুখেলা দেখিয়ে সমাজের একশ্রেণীর মানুষ সাধারণ মানুষজনকে বোকা বানাচ্ছে বলে জানিয়েছেন তিনি। তাদের থেকে সকলকে দূরে থাকার আবেদন করেছেন তিনি।
নবাব মল্লিক