Murshidabad Weather: ঠান্ডায় যেন জমে কুলফি! বুধবার সকাল হতেই মুর্শিদাবাদে থরহরি কম্প
- Published by:Pooja Basu
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
মুর্শিদাবাদ জেলার অধিকাংশ ব্লকে কুয়াশার চাদরে ঢেকে আছে। মুর্শিদাবাদ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে, ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে, ২২ডিগ্রি সেলসিয়াস।
রাজ্যে প্রবেশ করছে উত্তরে হওয়া। যার ফলে ঠান্ডা বজায় থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে। আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন নেই আপাতত। তবে আগামী ৪৮ ঘণ্টা পর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে। দেখে নিন মুর্শিদাবাদ জেলার আবহাওয়া। বুধবার মুর্শিদাবাদের তাপমাত্রা সর্বনিম্ন ৯ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা ছিল ১০ডিগ্রি সেলসিয়াস।
advertisement
একদিকে তাপমাত্রার পারদ যেমন নিম্নমুখী, তেমনই ব্যাটিং করছে ঝড়ো হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে, ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে, ২২ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে কান্দি, জঙ্গিপুর, বেলডাঙ্গা বিভিন্ন জায়গায় কুয়াশার চাদরে ঢেকে আছে ।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কাল পর্যন্ত শীতের আমেজ জমিয়ে থাকবে।
advertisement
advertisement
এর প্রভাবে মঙ্গলবার এর পর তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতে। বুধবারের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। মকর সংক্রান্তিতে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা সেভাবে নেই। মুর্শিদাবাদে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কিছুটা বেশি থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। বুধবার শীতের আমেজ ভালই অনুভূত হবে মুর্শিদাবাদে।
advertisement