Purulia News : পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পুরুলিয়ায়
- Published by:Pooja Basu
- hyperlocal
Last Updated:
রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলি জনসাধারণের কাছে তুলে ধরতে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আয়োজিত হল জেলা সম্মেলন।
#পুরুলিয়া : ভবিষ্যৎ গড়ার কারিগর হলেন শিক্ষক শিক্ষিকারা। ছাত্র-ছাত্রীদের জীবনে শিক্ষক - শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে জেলা সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার পুরুলিয়ার এম এম হাই স্কুলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। এই সম্মেলনে মূলত রাজ্য সরকার শিক্ষক শিক্ষিকাদের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করেছে সেগুলোকেই তুলে ধরা হয়।
আরও পড়ুন East Medinipur News: ঠিক যেন অপরূপ ডিজাইন করা গয়না! সোনার বদলে ডালের, তৈরি করার পদ্ধতি দেখুন
জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ জন শিক্ষক - শিক্ষিকা সম্মেলনে অংশগ্রহণ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক - শিক্ষিকাদের কথা চিন্তা করে নিয়েছেন নানান পরিকল্পনা। বহু ক্ষেত্রে জনগণকে ভুল বোঝানো হচ্ছে। পঞ্চায়েত ভোটের পূর্বে মানুষদের কাছে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা।
advertisement
আরও পড়ুন Murshidabad Food: ফুচকায় ব্যাপক চমক! খিদে মিটবে কী, দেখেই তাক লাগবে
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলায়, জেলায় চলছে প্রচার অভিযান। শিক্ষক-শিক্ষিকাদের জন্য মুখ্যমন্ত্রী যে কাজগুলি করেছেন সেগুলোকে জনগণের কাছে তুলে ধরতে করা হচ্ছে শিক্ষকদের নিয়ে করা হচ্ছে সম্মেলন। শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকার যে জনমুখী প্রকল্পগুলি নিয়েছেন তারও প্রচার চালানো হচ্ছে এই সম্মেলন মঞ্চ থেকে। মানুষের মনে যে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলকে সংশোধন করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
advertisement
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 3:29 PM IST