TRENDING:

Purba Medinipur News: দুস্কৃতীদের ওপর নজরদারিতে লাগানো হয়েছিল ক্যামেরা, বেপাত্তা সেগুলো

Last Updated:

নজরদার বিহীন স্বয়ং নজরদারি ক্যামেরা নিজেই। শেষ পর্যন্ত নজরদারি ক্যামেরা খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হলেন ব্লক প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চণ্ডীপুর: নজরদারি ক্যামেরার নজরদার বিহীন। শেষ পর্যন্ত নজরদারি ক্যামেরা খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হলেন ব্লক প্রশাসন। সিসিটিভি বা নজরদারি ক্যামেরা লাগানো হয় চুরি ছিনতাইসহ বিভিন্ন ধরনের অবৈধ কাজের ২৪ ঘন্টা নজরদারি করার জন্য। এক কথায় সিসিটিভি ক্যামেরাকে বলা হয় সুরক্ষার ঢাল। কিন্তু সেই সিসিটিভি ক্যামেরাই সুরক্ষা বিহীন!
advertisement

এমনই ঘটনা ঘটল চন্ডিপুর ব্লকে। পঞ্চায়েত ভোটের সময় চণ্ডীপুর ব্লকে বুথে বুথে লাগানো সিসিটিভিগুলির মধ্যে বেশ কয়েকটি বুথের সিসিটিভি চুরি হয়েছে। এবারের পঞ্চায়েত ভোটে বুথের ভেতর ছাপ্পাভোট সহ ভোটের দিন বুথের কার্যকলাপ মনিটরিং এর জন্য কমিশনের নির্দেশে বুথে বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়।

আরও পড়ুন ঃ মন্দারমণির সমুদ্রে ওটা কী ভাসছে? কাছে যেতেই যা ঘটল

advertisement

ভোট শেষে সেগুলি আবার খুলে নেওয়ার কথা ছিল । একটি ব্লকে কতগুলো বুথে সিসিটিভি লাগানো হয়েছে, ভোটের পর আবার সেই সিসিটিভিগুলি ঘুরে ফেরত নিয়ে আসা হয়েছে কিনা তার হিসেব দিতে হয় কমিশনকে। কিন্তু চন্ডিপুর ব্লকে দেখা গেল ভোটের দিন যতগুলি বুথে সিসিটিভি লাগানো হয়েছিল ভোট পরবর্তী সময়ে বুথ থেকে খুলে নিয়ে আসার পর কম সিসিটিভি জমা পড়েছে। আর ওই হারানো সিসিটিভিগুলির খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হল পঞ্চায়েত রিটার্নিং অফিসার।

advertisement

View More

চণ্ডীপুরব্লকে ১৫০ টি বুথের সিসি টিভি ফুটেজ পাওয়া গেলেও ৬ টি বুথের সি সি টিভি ফুটেজ উধাও। ৮ ই জুলাই পঞ্চায়েত নির্বাচনে চন্ডীপুর ব্লকে ১৭২ টি বুথের মধ্যে ১৫৬ টি বুথে নির্বাচন কমিশনের তরফে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। নির্বাচনের পরদিন যখন ক্যামেরাম্যানরা আর সি সেন্টারে ক্যামেরা জমা দেয় তাতে দেখা যায় ছটি বুথের ক্যামেরা কম রয়েছে।

advertisement

আরও পড়ুনঃ  জিতল ঘাসফুল, কিন্তু প্রধান পদ যাচ্ছে BJP-র কাছে! মাথায় হাত তৃণমূল কর্মীদের

চণ্ডীপুরব্লকের পঞ্চায়েত রিটার্নিং অফিসার অনির্বাণ মন্ডল তদন্ত করেন দেখেন যায় ছয়টি বুথের সিসিটিভি ক্যামেরা খোয়া গিয়েছে এমতাবস্থায় রিটার্নিং অফিসার চণ্ডীপুরথানায় এফ আই আর দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে চণ্ডীপুরথানার পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Saikat Shee

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: দুস্কৃতীদের ওপর নজরদারিতে লাগানো হয়েছিল ক্যামেরা, বেপাত্তা সেগুলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল