Viral Video: মন্দারমণির সমুদ্রে ওটা কী ভাসছে? কাছে যেতেই যা ঘটল

Last Updated:

Viral Video: বৃহস্পতিবার মন্দারমনি সমুদ্র সৈকতে যা ঘটল জানলে অবাক হবেন!

+
title=

মন্দারমণি: আবারও জীবন্ত ডলফিন উদ্ধার সমুদ্র সৈকত থেকে। তবে এবার দিঘা সমুদ্র সৈকত নয় মন্দারমণি সমুদ্র সৈকত থেকে জীবন্ত অবস্থায় একটি আহত ডলফিনকে উদ্ধার করা হয়।বৃহস্পতিবার মন্দারমণিতে সৈকত থেকে সামান্য দুরে এই ডলফিনটিকে আহত অবস্থায় ভাসতে দেখে মৎস্যজীবিরা। আহত অবস্থায় ভাসতে ভাসতে ডলফিনটি সমুদ্র সৈকতের দিকে আসছিল। সেই সময়ই মৎস্যজীবীরা দেখতে পায়। আর সমুদ্র সৈকতে জীবন্ত ডলফিন দেখতে ভিড় জমায় মন্দারমণিতে আসা উৎসাহী পর্যটকেরা।
প্রসঙ্গত এর আগেও দিঘা সমুদ্র সৈকতে জীবন্ত ডলফিনের দেখা মিলেছিল। সেবারও ডলফিনটি ট্রলার বা জাহাজের ধাক্কা খেয়ে সৈকতের দিকে চলে আসে। ভারতে মূলত সমুদ্রে বা নদীতে এই গাঙ্গেয়াটিক ডলফিন দেখা যায়। ক্রমশই কমছে এদের সংখ্যা। এমনিতেই মৎস্য শিকারের মরশুমে মৎস্যজীবীদের বন্যপ্রাণ আইনে সংরক্ষিত মাছ ও সামুদ্রিক প্রাণীর তালিকা তুলে দেওয়া হয়েছে। এছাড়াও সংরক্ষিত সামুদ্রিক প্রাণীদের রক্ষা করতে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করছে বন দফতর। আর তাতেই সাড়া পড়েছে বলে অনুমান বন দফতরের। তাই এদিন আহত অবস্থায় ও এই ডলফিন টি উদ্ধার করতে পেরেছে বন দফতর।
advertisement
advertisement
আরও পড়ুন: 
উদ্ধার হওয়া ডলফিনটির পাখনার কিছু অংশ কাটা। মৎস্যজীবিদের অনুমান সমুদ্রে ট্রলার ও জাহাজের ধাক্কায় ডলফিনটি আহত হওয়ায় ভাসতে ভাসতে মান্দারমণির দিকে ভেসে আসে। খবর দেওয়া হয় মান্দারমণি থানায়। পুলিশ এসে ডলফিনটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা বন দফতর সূত্রে জানা যায়। এই ডলফিনটি গাঙ্গেটিক ডলফিন। পাখনায় চোট থাকার কারণে সমুদ্রে সাঁতার কাটতে না পেরে স্রোতে ভাসতে ভাসতে সৈকতে চলে আসে। ডলফিনটির শরীরে ক্ষতর পরিমাণ অনেকটাই বেশি। সুস্থ করতে চিকিৎসা চলছে।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Viral Video: মন্দারমণির সমুদ্রে ওটা কী ভাসছে? কাছে যেতেই যা ঘটল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement