সেইমতো ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল চত্বরে গড়ে উঠেছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। ১০০ আসন বিশিষ্ট এই মেডিকেল কলেজে পরিকাঠামো গড়ার কাজ কাজ প্রায় শেষ দিকে। টিচিং রুম থেকে লাইবেরি, ল্যাবরেটরি গড়ে উঠেছে। গড়ে উঠেছে স্টাফ কোয়ার্টার, বয়েজ হোস্টেল, গার্লস হস্টেল। সমস্ত কিছু পরিকাঠামো খতিয়ে দেখে ইন্ডিয়ান মেডিকেল কমিশন মেডিকেল কলেজ শুরু করার ছাড়পত্র দিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ স্কুল ইউনিফর্ম পরিবর্তন নিয়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে দিন দিন
এ বিষয়ে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল জানান, '২৩ অগাস্ট মেডিকেল কলেজ শুরু করার জন্য ছাড়পত্র এসেছে। প্রাথমিক পর্যায়ে কলেজ শুরু করতে যা কিছু প্রয়োজন সেই কাজ সম্পন্ন হয়েছে। নিট ইউ জী পরীক্ষা হয়েছে এখনও রেজাল্ট বের হয়নি রেজাল্ট বেরোলেই অনলাইনে ছাত্র ভরতি শুরু হবে।'
আরও পড়ুনঃ নন্দীগ্রামে চোর পুলিশের খেলা! আবারও চুরি হল একাধিক দোকানে
আসন সংখ্যা : ১০০
কলেজ ওয়েবসাইট : http://tgmch.ac.in
তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চালু হলে পূর্ব মেদিনীপুর জেলার চিকিৎসার মান আরও উন্নত হবে। অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। ফলে জেলার মানুষকে অত্যাধুনিক উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও ছুটে বেড়াতে হবে না।
Saikat Shee