Purba Medinipur: নন্দীগ্রামে চোর পুলিশের খেলা! আবারও চুরি হল একাধিক দোকানে

Last Updated:

আবারও দুঃসাহসিক চুরি নন্দীগ্রামে। নন্দীগ্রাম থানার অন্তর্গত বিভিন্ন বাজারে শাটার ভেঙে বেশ কয়েকটি দোকানে চুরি যায়।

+
নন্দীগ্রাম

নন্দীগ্রাম থানা

#নন্দীগ্রাম : আবারও দুঃসাহসিক চুরি নন্দীগ্রামে। নন্দীগ্রাম থানার অন্তর্গত বিভিন্ন বাজারে শাটার ভেঙে বেশ কয়েকটি দোকানে চুরি যায়। এবার চন্ডিপুর নন্দীগ্রাম বাস রাস্তার পাশে রতনপুর বাজারে চুরি হল একটি সোনা দোকান এবং মুদি দোকানে। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাতের অন্ধকারে দোকানের শাটার ভেঙ্গে ২ টি দোকান থেকে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করেছে দুষ্কৃতীরা। ঘটনা তদন্তে নেমেছে নন্দীগ্রাম থানার পুলিশ। রাজনৈতিক কারণে বারবার খবরের শিরোনামে থাকে নন্দীগ্রাম।
এবার নন্দীগ্রাম থানার বিভিন্ন বাজারে পরপর চুরির ঘটনা খবরের শিরোনাম।নন্দীগ্রামে দুষ্কৃতীরা পুলিশের সঙ্গে কার্যত চ্যালেঞ্জ নিয়ে চুরি করা শুরু করেছে। কারণ গত মাসেই একই কায়দায় নন্দীগ্রামের মহেশপুর বাজারে সোনা দোকান এবং সারের দোকান চুরি হয়। তারপরেই কয়েকদিন আগে নন্দীগ্রামের তিরপেখিয়া এলাকা থেকে কয়েকটি দোকান চুরি হয়। যদিও এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ চুরির মাল সমেত চোরকে পাকড়াও করে। কিন্তু তার মধ্যেই আবারও চুরি। ২৪ আগস্ট ভোর রাতে নন্দীগ্রামের রতনপুর বাজারে।
advertisement
আরও পড়ুনঃ বর্ষায় ভরা নদীতে প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার পাঁশকুড়ায়
নন্দীগ্রামের সাধারণ মানুষজনের মুখে মুখে ফিরছে এখন একটাই কথা 'এ যেন চোর পুলিশ খেলা চলছে।' প্রসঙ্গত, শেষ কয়েক মাসে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় দোকানের শাটার ভেঙে চুরে যাওয়ার ঘটনায় আতঙ্কিত বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। শুধুমাত্র পুলিশের উপর ভরসা না রেখে বিভিন্ন বাজার কমিটি নিজেরাই এখন রাত জেগে বাজারে বাজারে দোকান পাহারা দিচ্ছেন। নন্দীগ্রাম থানার পুলিশ এই চুরির ঘটনার তদন্ত করে দুষ্কৃতিকারীদের করার চেষ্টা করছে।
advertisement
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: নন্দীগ্রামে চোর পুলিশের খেলা! আবারও চুরি হল একাধিক দোকানে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement