Purba Medinipur: বর্ষায় ভরা নদীতে প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার পাঁশকুড়ায়

Last Updated:

কাঁসাই নদীতে জলস্রোতে ভাঙল পাঁশকুড়ায় বাঁশের সেতু। সেতু ভেঙে পড়ায় বেশ কয়েকটি গ্রামের মানুষজন থেকে ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পারাপার করতে বাধ্য হচ্ছে।

+
পাঁশকুড়া

পাঁশকুড়া ব্লক 

#পাঁশকুড়া : কাঁসাই নদীতে জলস্রোতে ভাঙল পাঁশকুড়ায় বাঁশের সেতু। সেতু ভেঙে পড়ায় বেশ কয়েকটি গ্রামের মানুষজন থেকে ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পারাপার করতে বাধ্য হচ্ছে। পাঁশকুড়ার কাঁসাই নদীর ওপর ২ টি বাঁশের সেতু ভেঙ্গে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। পাঁশকুড়া থানার চৈতন্যপুর দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁসাই নদীর উপরে ডোমঘাট ও সরাইঘাটের বাঁশের সেতু প্রবল স্রোতে ভেঙ্গে যায়। যার ফলে ১০ থেকে ১৫ টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন।
কয়েক দিন ধরে এই সেতুর নীচে কচুরি পানা জমে ছিল। এলাকার মানুষ জন কয়েকদিন ধরেই কিছু কিছু কচুরি পানা পরিষ্কার এর কাজে হাত লাগায়। কিন্তু ব্যারেজ থেকে জল ছাড়ায় কাসাই নদীতে জলের স্তর বেড়েছে এবং স্রোতের টান তীব্র। ফলে প্রবল স্রোতে বাঁশের সেতুটি ভেঙ্গে যায়। যার ফলে এখন পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোক যাতায়াত। মুমূর্ষ রোগী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এই সেতুর ওপরেই নির্ভরশীল ছিল।
advertisement
advertisement
এই সেতু ভেঙ্গে যাওয়ার ফলে আপাতত, এলাকার মানুষদের প্রায় ১৫ কিলোমিটার পথ ঘুরে কাজে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘ দিনের এলাকাবাসীর দাবি এই বাঁশের সেতুর পরিবর্তে পাকা সেতু তৈরী হোক। কিন্তু তা না হওয়ায় প্রতিবছর জলের স্রোতে এই জায়গায় বাঁশের সেতু ভেঙে পড়ে। আর বাঁশের সেতু ভেঙে গেলে বর্ষাকালে ভরা নদীতে প্রাণে ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রী মানুষজনদের পারাপার করতে হয়। মুমূর্ষ রোগীদের নিয়ে হাসপাতালে পৌঁছাতে অনেকটা সময় লেগে যায় যার ফলে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: বর্ষায় ভরা নদীতে প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার পাঁশকুড়ায়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement