Purba Medinipur: স্কুল ইউনিফর্ম পরিবর্তন নিয়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে দিন দিন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
রাজ্য সরকারের নির্দেশ মতোই রাজ্যের প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে একই ধরনের স্কুল ইউনিফর্ম চালু করার কাজ শুরু হয়েছে।
#পূর্ব মেদিনীপুর : রাজ্য সরকারের নির্দেশ মতোই রাজ্যের প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে একই ধরনের স্কুল ইউনিফর্ম চালু করার কাজ শুরু হয়েছে। আর তাতেই বিতর্কের ঝড় উঠেছে কাঁথি শহর জুড়ে। কিছুদিন আগে কাঁথির প্রাচীন ঐতিহ্যবাহী স্কুলের ছাত্ররা স্কুল ইউনিফর্ম পরিবর্তন নিয়ে প্রতিবাদের ফেটে পড়ে। এবার সেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ল কাঁথি শহরের বিভিন্ন বালিকা বিদ্যালয় গুলির প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের মতো মধ্যে। এই লেখা প্ল্যাকার্ড নিয়ে কাঁথি শহরের তিনটি বালিকা বিদ্যালয় এর ছাত্রীরা।
এদিন দুপুরে প্রথমে কাঁথির কিশোর নগর সচিন্দ্র শিক্ষা সদনের প্রাক্তন ছাত্র ছাত্রীরা কাঁথির প্রভাত কুমার কলেজ ময়দান থেকে মিছিল করে বিদ্যালয়ের গেট এবং পরে সেন্ট্রাল বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয় তাদের প্রতিবাদ।পরে কাঁথির চন্দ্রামনি ব্রাহ্মবালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা ভিড় জমান শহরের বন্দেমাতরম ক্লাব প্রাঙ্গনে। যোগ দেয় কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।
আরও পড়ুনঃ জেলাবাসীর জন্য সুখবর! এবার বদলে যাবে চিকিৎসা পরিষেবার মান!
ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু করে কাঁথি শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়ায় প্রখর রোদ উপেক্ষা করে বিদ্যালয়র প্রাক্তনীরা এবং বেশ কিছু বর্তমান ছাত্র ছাত্রীরাও। প্রাক্তনীদের হাতে ছিল বিভিন্ন রকমের লেখা প্রতিবাদের প্ল্যাকার্ড। সব প্রাক্তনীদের কথায় কারোর বিদ্যালয় ড্রেসের রং, লাল সাদা,কারোর রং সাদা সবুজ আবার কারোর বা সাদা ব্লু, কেউ কিন্তু সরকারি এই নির্দেশ মেনে নীল ও সাদা করতে চায় না। সবারইকথা তাদের কাছে বিদ্যালয় শুরু থেকে চালু হওয়া স্কুলের পোশাক খুবই প্রিয় এবং ব্যাজের লোগো তারা অপরিবর্তিতই রাখতে চায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নন্দীগ্রামে চোর পুলিশের খেলা! আবারও চুরি হল একাধিক দোকানে
তাই এমন প্রতিবাদে সরব হয়েছে প্রাক্তনীরা। ক্যমেরার সামনে না আসা এদিন বিদ্যালয়ের এক প্রাক্তনী বলেন, \"আমার বয়স ৫০ ঊর্ধ্ব তবুও ছোটদের সঙ্গে পা মিলিয়ে আজ বেরোলাম কারণ ঐতিহ্য রয়েছে এবং একজন প্রাক্তনী হিসেবে নিজের অধিকারও বলা চলে।\" অনেকের দাবি, বিভিন্ন স্কুলের নিজেদের বিশেষ ড্রেস কোড রয়েছে যা দেখে ওই স্কুলের পড়ুয়াদের চিনতে পারা যায়।সেক্ষেত্রে নতুন পোষাক চালু হলে স্কুলের নিজস্বতা হারিয়ে যাবে।
advertisement
Saikat Shee
Location :
First Published :
August 26, 2022 6:57 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: স্কুল ইউনিফর্ম পরিবর্তন নিয়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে দিন দিন