প্রশাসনের ভ্রুক্ষেপ নেই। স্কুলের অস্বাস্থ্যকর পরিবেশ, স্কুলে তালা ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়া এবং অভিভাবকদের। নির্মল বিদ্যালয়, ডেঙ্গু সচেতনতার প্রচার সরকারি উদ্যোগে করা হলেও মহিষাদলের রামবাগ দক্ষিণ পল্লী প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা একেবারে অন্য রকম। স্কুলের সামনে নোংরা জল জমে রয়েছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। অস্বাস্থ্যকর পরিবেশে পড়ুয়াদের খাওয়ানো হচ্ছে মিড ডে মিল, এমনকি নোংরা দুর্গন্ধ জলের উপর দিয়ে গিয়ে পানীয় জল খেতে হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক, আহত বেশ কয়েকজন
দীর্ঘদিন স্থানীয় প্রশানকে জানিয়েও লাভ হয়নি। ওই স্কুলের পড়ুয়ার একজনের মা দীপা প্রামানিক জানান, স্কুলের সামনে জল জমা হয়ে আছে প্রায় এক বছর ধরে। জমা জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। মশা মাছির উপদ্রব। দুর্গন্ধে বেশিক্ষণ দাঁড়ান যায় না। সেই জায়গায় ছাত্রছাত্রীরা সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্কুলে এই অস্বাস্থ্যকর পরিবেশে পঠন-পাঠন করছে। আবার মশা মাছির উপদ্রবও। ওই নোংরা জল পেরিয়েই ছাত্র-ছাত্রীদের পানীয় জল ধরতে যেতে হয়।
আরও পড়ুনঃ সরকারি উদ্যোগে এই প্রথম জেলায় হচ্ছে মশলা চাষ
আবার এই নোংরা জমে থাকা জলের পাশেই মিড ডে মিল খেতে হয় ছাত্রছাত্রীদের যা সম্পূর্ণভাবে অস্বাস্থ্যকর। আমরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েছি তাতেও কাজ হয়নি। স্কুলে ছাত্র পাঠাব না।' ওই স্কুলের সহশিক্ষিকা জানান আমরা চেষ্টা করি ছাত্র-ছাত্রীদের ওই নোংরা জল থেকে দূরে রাখতে। আমরাও প্রশাসনকে জানিয়েছি।
Saikat Shee