Purba Medinipur News: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক, আহত বেশ কয়েকজন

Last Updated:

৫ ডিসেম্বর দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল চক শ্রীকৃষ্ণপুর গ্রামের মানুষজন। তমলুক থেকে নিমতৌড়ি যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে তমলুক ময়না রাজ্য সড়কের ওপর উল্টে যায়। ট্রেকারটি চালক বসার আসনের দিকে উল্টে পড়ে।

+
তমলুক

তমলুক থানা

#তমলুক : ৫ ডিসেম্বর দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল চক শ্রীকৃষ্ণপুর গ্রামের মানুষজন। তমলুক থেকে নিমতৌড়ি যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে তমলুক ময়না রাজ্য সড়কের ওপর উল্টে যায়। ট্রেকারটি চালক বসার আসনের দিকে উল্টে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই ট্রেকার চালকের। আহত হয় বেশ কয়েকজন ট্রেকারে থাকা যাত্রীরা। দুর্ঘটনা ঘটার পর অবরুদ্ধ হয়ে পড়ে ওই রাস্তা। স্থানীয়রাই পুলিশ আসার আগেই আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভরমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিন বেলা ১টা নাগাদ তমলুক থেকে ময়না বলাইপন্ডাগামী একটি ট্রেকার অত্যন্ত দ্রুতগতিতে ছিল। চক্ শ্রীকৃষ্ণপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। আহত বেশ কয়েকজন যাত্রীকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তিনজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অত্যন্ত দ্রুতগতিতে চলে গাড়ি। প্রায় দিনই দুর্ঘটনা ঘটে।
advertisement
আরও পড়ুনঃ সরকারি উদ্যোগে এই প্রথম জেলায় হচ্ছে মশলা চাষ
ঘটনাস্থলে তমলুক থানার আই সি অরূপ সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তমলুক হাসপাতাল মোড় থেকে ময়না যাওয়ার পথে তমলুকের চক শ্রীকৃষ্ণপুর এর কাছে একটি যাত্রী বোঝাই ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রেকারে ড্রাইভারের। ট্রেকারের ড্রাইভারের নাম মইনুদ্দিন মল্লিক (৩২)। বাড়ি নন্দকুমার থানার ইরখার ইরকা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জেলা পুলিশের উদ্যোগে দিঘায় অনুষ্ঠিত হতে চলেছে বীচ ম্যারাথন প্রতিযোগিতা
তমলুক হাসপাতাল মোড় থেকে নিমতৌড়ি পর্যন্ত রাস্তা বেশ চওড়া করা হয়েছে। ফলে দ্রুত গতিতে গাড়ি যাতায়াত করেই রাস্তা দিয়ে। এলাকাবাসীর দাবি রাস্তা সম্প্রসারণের ফলে গাড়ি দ্রুত গতিতে যাতায়াত করে। এর ফলেই আজ এই দুর্ঘটনা। ট্রেকারের ড্রাইভারের মৃতদেহ ময়না তদন্তের জন্য তুলে নিয়ে গিয়েছে তমলুক থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি পুলিশ সরিয়ে নিয়ে যানজট পরিষ্কার করে।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক, আহত বেশ কয়েকজন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement