মঞ্চে নাটক উপস্থাপিত হত না বেহাল অবস্থার কারণে। সম্প্রতি পাঁশকুড়া পৌরসভার পাশে নতুন বিদ্যাসাগর উদ্যানের মধ্যে ওপেন থিয়েটার হল থাকলেও পাঁশকুড়ার সাংস্কৃতি প্রেমী মানুষজনের চাহিদা ছিল এই রবীন্দ্র-নজরুল মঞ্চের। নতুন বছরের উপহার হিসেবে সাংস্কৃতপ্রেমী মানুষদের জন্য খুলে দেওয়া হবে পাঁশকুড়ার রবীন্দ্র নজরুল মঞ্চ। পাঁশকুড়া এলাকার নাট্যপ্রেমী মানুষদেরঅনেক দিনের চাহিদা সাংস্কৃতিক মঞ্চ।
advertisement
আরও পড়ুনঃ সামনে এল তমলুকের পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ
সাংস্কৃতপ্রেমী মানুষদের কথা মাথায় রেখে বেশ কয়েক বছর পরে পাঁশকুড়া পৌরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্রের ঐকান্তিক প্রচেষ্টায়, হলদিয়া উন্নয়ন পর্ষদের সহযোগিতায় পাঁশকুড়ার রবীন্দ্র নজরুল মঞ্চের সংস্কারের কাজ দ্রুত গতিতে চলছে। নতুন বছরেই রবীন্দ্র নজরুল মঞ্চ খুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী পৌরসভার চেয়ারপার্সন।উন্নত সাউন্ড সিস্টেম সহ ৫০০ আসন বিশিষ্ট পাঁশকুড়ার রবীন্দ্র নজরুল মঞ্চ নতুন বছরে উদ্বোধনের অপেক্ষায়। খুশি পাঁশকুড়া সহ পার্শ্ববর্তী এলাকার নাট্যমোদী ও সাংস্কৃতপ্রেমী মানুষরা।
Saikat Shee