TRENDING:

Purba Medinipur News: পাঁশকুড়ার সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য সুখবর

Last Updated:

পাঁশকুড়া বাসীর জন্য আবারও সুখবর। বিশেষ করে পাঁশকুড়ার সাংস্কৃতিক প্রেমী মানুষজনদের চাহিদা পূরণে উদ্যোগী হয়েছে প্রশাসন। পাঁশকুড়ার রবীন্দ্র নজরুল মঞ্চ সংস্কারের কাজ চলছে। নতুন বছর অর্থাৎ ২০২৩ সালেই খুলে যাবে সংস্কার হওয়া এই রবীন্দ্র-নজরুল মঞ্চ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঁশকুড়া : পাঁশকুড়া বাসীর জন্য আবারও সুখবর। বিশেষ করে পাঁশকুড়ার সাংস্কৃতিক প্রেমী মানুষজনদের চাহিদা পূরণে উদ্যোগী হয়েছে প্রশাসন। পাঁশকুড়ার রবীন্দ্র নজরুল মঞ্চ সংস্কারের কাজ চলছে। নতুন বছর অর্থাৎ ২০২৩ সালেই খুলে যাবে সংস্কার হওয়া এই রবীন্দ্র-নজরুল মঞ্চ। পাঁশকুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালিডাঙরি এলাকায় রবীন্দ্র-নজরুল মঞ্চ গড়ে উঠেছিল প্রায় দুই দশক আগে। কিন্তু দিন দিন বেহাল অবস্থা কারণে বন্ধ হয়ে পড়েছিল। তা আবার নতুন করে সংস্কারের কাজ চলছে। পাঁশকুড়া সাংস্কৃতিক প্রেমিক মানুষদের জন্য একমাত্র এই রবীন্দ্রনাথের মঞ্চ গড়ে ওঠার কয়েক বছরের মধ্যেই বেহাল অবস্থা হয়। মঞ্চের অবস্থা বেহাল হওয়ার জন্য সাংস্কৃতিক প্রেমিক মানুষজন বিশেষ করে নাট্যকর্মী নাট্যপ্রেমী মানুষেরা অসুবিধায় পড়েছিল।
advertisement

মঞ্চে নাটক উপস্থাপিত হত না বেহাল অবস্থার কারণে। সম্প্রতি পাঁশকুড়া পৌরসভার পাশে নতুন বিদ্যাসাগর উদ্যানের মধ্যে ওপেন থিয়েটার হল থাকলেও পাঁশকুড়ার সাংস্কৃতি প্রেমী মানুষজনের চাহিদা ছিল এই রবীন্দ্র-নজরুল মঞ্চের। নতুন বছরের উপহার হিসেবে সাংস্কৃতপ্রেমী মানুষদের জন্য খুলে দেওয়া হবে পাঁশকুড়ার রবীন্দ্র নজরুল মঞ্চ। পাঁশকুড়া এলাকার নাট্যপ্রেমী মানুষদেরঅনেক দিনের চাহিদা সাংস্কৃতিক মঞ্চ।

advertisement

আরও পড়ুনঃ সামনে এল তমলুকের পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ

সাংস্কৃতপ্রেমী মানুষদের কথা মাথায় রেখে বেশ কয়েক বছর পরে পাঁশকুড়া পৌরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্রের ঐকান্তিক প্রচেষ্টায়, হলদিয়া উন্নয়ন পর্ষদের সহযোগিতায় পাঁশকুড়ার রবীন্দ্র নজরুল মঞ্চের সংস্কারের কাজ দ্রুত গতিতে চলছে। নতুন বছরেই রবীন্দ্র নজরুল মঞ্চ খুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী পৌরসভার চেয়ারপার্সন।উন্নত সাউন্ড সিস্টেম সহ ৫০০ আসন বিশিষ্ট পাঁশকুড়ার রবীন্দ্র নজরুল মঞ্চ নতুন বছরে উদ্বোধনের অপেক্ষায়। খুশি পাঁশকুড়া সহ পার্শ্ববর্তী এলাকার নাট্যমোদী ও সাংস্কৃতপ্রেমী মানুষরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: পাঁশকুড়ার সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য সুখবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল