Purba Medinipur News: সামনে এল তমলুকের পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
সামনে এল তমলুকের পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেযে পরিষ্কার ফুটে ওঠে যে মূলত টোটো চালকদের কারণেই নিয়ন্ত্রণ হারায় ট্রেকার চালক উল্টে পড়ে রাস্তার মাঝখানে। তাতে প্রাণ হারান ওই ট্রেকার চালক।
#তমলুক : সামনে এল তমলুকের পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেযে পরিষ্কার ফুটে ওঠে যে মূলত টোটো চালকদের কারণেই নিয়ন্ত্রণ হারায় ট্রেকার চালক উল্টে পড়ে রাস্তার মাঝখানে। তাতে প্রাণ হারান ওই ট্রেকার চালক। আহত হয়েছেন সাতজন ট্রেকার যাত্রী। তারমধ্যে বেশ কয়েকজন তাম্রলিপ্ত গভারমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। রাস্তার পাশেই থাকা একটি দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে দুর্ঘটনার কারণ জানা যায়।
প্রসঙ্গত সোমবার দুপুর একটা নাগাদ তমলুক থেকে নিমতৌড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বলাইপণ্ডা মানিকতলা রুটের একটি ট্রেকার। তমলুক ময়না রাজ্য সড়কে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ঐ ট্রেকার চালকের। আহত হয় বেশ কয়েকজন। তমলুক থেকে ময়না বলাইপন্ডাগামী একটি ট্রেকার অত্যন্ত দ্রুতগতিতে ছিল। নিমতৌড়ি চক্ শ্রীকৃষ্ণপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। ট্রেকারের চালকের নাম মইনুদ্দিন মল্লিক (৩২)। বাড়ি নন্দকুমার থানার ঈড়খা।
advertisement
আরও পড়ুনঃ ফুল না, ফুল গাছের চারা তৈরি করেও লাভবান চাষিরা!
তমলুক হাসপাতাল মোড় থেকে নিমতৌড়ি পর্যন্ত রাস্তা বেশ চওড়া করা হয়েছে। ওই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সিসিটিভি ফুটেছে দেখা যায়, ঐ ট্রেকারের সামনেই একটি টোটো আসছিল তমলুক থেকে নিমতৌড়ি অভিমুখে। হঠাৎই টোটো চালক ইউ টার্ন নেওয়ার ফলে নিয়ন্ত্রণ হারায় দ্রুত গতিতে থাকা ওই ট্রেকার। রাস্তার উপর উল্টে পড়ে যায় ট্রেকার। ঘটনাস্থলে মারা যায় ট্রেকার চালক। দুর্ঘটনা ঘটার পর এলাকাবাসীরা জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। পুলিশ আছে যান নিয়ন্ত্রণ করে রাস্তা পরিষ্কার অবরোধে তুলে।
advertisement
advertisement
Saikat Shee
Location :
First Published :
December 06, 2022 11:04 PM IST