দুয়ারের চেয়ারম্যান কর্মসূচির বিষয়ে পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র জানান, 'সাধারণ মানুষের মধ্যে আরও উন্নত পরিষেবা দিতে আমাদের এই কর্মসূচি। অনেক সময় মানুষ সময়ের অভাবে দুয়ারের সরকার কর্মসূচিতে যেতে পারে না, ফলে বঞ্চিত হয় বিভিন্ন সরকারি প্রকল্প থেকে।
আরও পড়ুনঃ প্রাচীন ময়নাগড়ের লোকেশ্বর শিব মন্দির
advertisement
পৌরসভার প্রতিটি নাগরিকে সরকারি প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতে চাই আমরা। এলাকায় আমরা অনেক উন্নয়ন করেছি তবে কিছু কাজ বাকি রয়েছে সেইগুলো আগামী দিনে পূরন হবে। এটা গ্ৰাম পঞ্চায়েত এরিয়া পৌরসভা হয়েছে তাই সাজিয়ে তুলতে হলে আরও কিছুটা সময় লাগবে। আমাদের সিক্ত ক্ষমতার মধ্যে যা করতে পেরেছি তাতে মানুষকে খুশি করতে পেরেছি।'
আরও পড়ুনঃ সুতাহাটাতে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ এলাকাবাসীর! কী কারণ?
পাঁশকুড়া পুরসভা সূত্রে জানা যায় শুধু ১৮ নম্বর ওয়ার্ডে নয় আরো অন্যান্য ওয়ার্ডে এই দুয়ারে চেয়ারম্যান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সরাসরি চেয়ারম্যান কে নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পেরে খুশি পাঁশকুড়ার পৌর নাগরিক গণ।
Saikat Shee





