Purba Medinipur: প্রাচীন ময়নাগড়ের লোকেশ্বর শিব মন্দির

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলায় যেসব প্রাচীন রাজবংশ এক সময় রাজত্ব করে গেছে তাদের মধ্যে অন্যতম হল ময়নার রাজপরিবার। বাহুবলীন্দ্র রাজপরিবারের বসবাস প্রাচীন গড়ের ভেতরে।

+
title=

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলায় যেসব প্রাচীন রাজবংশ এক সময় রাজত্ব করে গেছে তাদের মধ্যে অন্যতম হল ময়নার রাজপরিবার। বাহুবলীন্দ্র রাজপরিবারের বসবাস প্রাচীন গড়ের ভেতরে। কালিয়াদহ ও মাকড়দহ দুটি পরীক্ষা বিশিষ্ট ময়নাগড় বর্তমানে হেরিটেজ তকমা পেয়েছে। ময়নাগড় আবার ধর্মমঙ্গলের লাউসেনের জন্য বিখ্যাত। ধর্মমঙ্গলের বর্ণিত লাউসেন রাজার রাজধানী ছিল ময়নাগড়। সর্ব ধর্মের আশ্রয়স্থল ময়নাগড়। প্রাচীন এই ময়নাগড়ের ভেতরে রয়েছে বর্তমান বাহুবলীন্দ্র রাজপরিবারের কুলদেবতা শ্যামসুন্দর জিউর মন্দির, ময়নাগড়ের উত্তর-পূর্ব দিকে রয়েছে লোকেশ্বর শিব মন্দির। এই মন্দিরের বর্তমান বয়স নির্ণয় করা সম্ভবপর নয়। বর্তমান যে মন্দিরটি রয়েছে তা পুনর্নির্মিত হয় ১৯০৯ সালে।
পুনর্নির্মাণ করেন বর্তমান রাজবংশের পূর্বপুরুষ। এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ রয়েছে। আটচালা রীতির মন্দির। মন্দিরের চারপাশে দালান রয়েছে। টেরাকোটার কাজ গুলি রয়েছে তা প্রাচীন মন্দির থেকে এই মন্দিরে বসানো হয়েছে। টেরাকোটা গুলির মধ্যে রয়েছে রণতরী অশ্বারোহী সৈন্য, চক্র, শ্রীকৃষ্ণের গোষ্ঠ বিহার প্রভৃতি।
আরও পড়ুনঃ বাঁধা হয়নি নদীবাঁধ, জোয়ারের জল আসে বাড়ির উঠোনে
এই মন্দিরের ওপর বৈশিষ্ট্য হল মন্দিরে শিবলিঙ্গটি মাটির তলায় প্রবেশ। সাধারণ সময়ে এটি দেখা যায় না। তবে নদীতে জোয়ারের সময় শিবলিঙ্গট উপরে উঠে আসে। আবার ভাটার সময় মাটির তলায় প্রবেশ করে। কথিত আছে এই মন্দিরের সঙ্গে কাঁসাই নদীর সংযোগ রয়েছে। তাই কাঁসাই নদীতে জোয়ারের সময় জলস্তর বাড়লে শিবলিঙ্গ উপরে উঠে আসে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মেছেদায় রাস্তার পাশে জঞ্জালের স্তূপ! দুর্গন্ধে নাজেহাল সাধারণ মানুষ!
আবার কাঁসাই নদীতে ভাটায় জলস্তর কমলে শিবলিঙ্গ মাটির তলদেশে প্রবেশ করে। নদীতে বন্যা বা বর্ষাকালে জলস্তর বেশি হলে মন্দিরের চারপাশে জল উপচে পড়ে।
 
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: প্রাচীন ময়নাগড়ের লোকেশ্বর শিব মন্দির
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement