এই প্রসঙ্গে মোড়া শিল্পী নীতিশ ঘরুই জানান , ‘আমার গ্রামের নাম স্বরগ্রাম। আউশগ্রাম ২ ব্লক , থানা আউশগ্রাম। আমি ১৭ বছর বয়স থেকে আমার বাবার কাছে কাজ শিখে কলকাতা এবং বিভিন্ন জায়গায় কাজ সাপ্লাই করি । মোড়া তৈরি করি , ৩৫ বছর ধরে এই কাজ করছি।’ তবে নীতিশ ঘরুই শুধু মাত্র তার বাবার কাছে না, কাজ শিখেছেন আরও বিভিন্ন জায়গায় । নীতিশ প্রথমে তার বাবার কাছে এই কাজ শিখেছে এবং তারপর আগরতলা, ত্রিপুরা, কটক, পুরি এই সমস্ত জায়গায় কাজ শিখেছে ।
advertisement
আরও পড়ুন: স্কুলের মধ্যেই শিক্ষিকাকে হামলা শিক্ষকের! কাউন্সিলর স্ত্রীর নাম তুলে হুমকি!
আরও পড়ুন: মগরাহাটে বাড়ির কাছেই কুপিয়ে গুলি করে খুন তৃণমূলের জয়ী প্রার্থীকে! গুলিবিদ্ধ প্রতিবেশীকেও
এই প্রসঙ্গে নীতিশ আরও জানায়, ‘কালারফুল মোড়া তৈরি করি । কলকাতার দুটো সংস্থার সঙ্গে এখন কাজ করি । বর্ধমানের নন্দিনী মেহেতাব নামে একজন প্রথম আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে যোগাযোগ করে দেয়। আমি ভারতবর্ষের সমস্ত স্টেটে হস্ত শিল্পের মেলা করি । আবার কলকাতা থেকেও অর্ডার হয়ে আমার হাতের জিনিস সংস্থার মাধ্যমে বিদেশে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইটালী গেছে ।’
নীতিশ আরও জানিয়েছে এই মোড়া সে নিজে তৈরি করে এবং তার আরও কর্মচারী আছে। নীতিশ জানিয়েছে, আগে ইনকাম প্রচুর হত, তবে লকডাউন এর পর থেকে ইনকা টা কমে গেছে । বর্তমানে তাও মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত ইনকাম হয় । আগে যখন প্রথম বাইরে মোড়া যেত তখন ২০০ টাকা দাম পাওয়া যেত এখন আস্তে আস্তে দাম বেড়ে ১০০০ টাকা হয়েছে । বর্তমানে কলকাতার দিকে ৬০০ টাকা পর্যন্ত এই মোড়ার দাম পাওয়া যায় বলে জানিয়েছে মোড়া শিল্পী নীতিশ ঘরুই।
Bonoarilal Chowdhury