Bongaon-School: স্কুলের মধ্যেই শিক্ষিকাকে হামলা শিক্ষকের! কাউন্সিলর স্ত্রীর নাম তুলে হুমকি!

Last Updated:

Bongaon-School: শিক্ষকের দাদাগিরিতে অতিষ্ঠ স্কুল শিক্ষিকা থেকে অভিভাবক-ছাত্রীরা! যা ঘটল এই স্কুলে!

উত্তর ২৪ পরগনা: স্ত্রী কাউন্সিলর, পেশায় স্কুল শিক্ষক স্বামী তাই স্কুলের ভিতরে করেন দাদাগিরি। এমন অভিযোগ তুলেই সরব সহ-শিক্ষক শিক্ষিকারা। স্কুল চলাকালীন ছাত্রী, কয়েকজন অভিভাবক ও অন্যান্য সহ শিক্ষক শিক্ষিকাদের সামনেই এক মহিলা সহকর্মীর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্কুলেরই ওই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়ায় বনগাঁর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে। এমনকি আতঙ্কিত শিক্ষিকারা যৌথভাবে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
স্কুল সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মতো এদিনও স্কুলে প্রার্থনা চলছিল। অভিযোগ, এই সময় হঠাৎ করেই অমিতাভ দাস নামে ওই স্কুলের শিক্ষক স্কুলেরই আর এক মহিলা সহ শিক্ষিকা সোমা সরকারের উপর হামলা চালান বলে অভিযোগ। ভয়ে প্রাণ বাঁচাতে ওই শিক্ষিকা তখন ছুটে গিয়ে স্টাফ রুমে আশ্রয় নেন। অভিযুক্ত শিক্ষক অমিতাভ দাস সেখানে গিয়েও অশালীন আচরণ করেন ও কু-কথা বলতে থাকেন বলে অভিযোগ। শুধু এইদিন নয়, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ভেতরে রাজনৈতিক দাদাগিরি, অন্যান্য সহকর্মীদের প্রাণনাশের হুমকি, অসম্মানজনক আচরণের একাধিক অভিযোগ রয়েছে বলেও জানা গিয়েছে।
advertisement
advertisement
এই বিষয়ে স্কুল শিক্ষা দফতরের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও কাজ হচ্ছে না বলে দাবি প্রধান শিক্ষিকার। স্কুলের পক্ষ থেকে তাঁকে বোঝানোর চেষ্টা করা হলেও, ব্যর্থ হয় চেষ্টা। স্কুল শিক্ষকের এহেন আচরণে ক্ষুব্ধ অভিভাবকেরাও। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে ছোট ছোট পড়ুয়ারাও। আর এরপরই অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত শাস্তি চেয়ে সরব হয়েছেন শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকরাও। তাঁদের বক্তব্য, স্কুলের ভেতরে এমন পরিবেশ চলতে থাকায় পড়শোনার ক্ষতি হচ্ছে সন্তানদের। প্রশাসনিক হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন তারা।
advertisement
আরও পড়ুন: 
অপরদিকে, স্ত্রী তৃণমূল কাউন্সিলর হওয়ায় শাসক দল তৃণমূলের নাম ভাঙিয়ে শিক্ষক অমিতাভ দাস স্কুলের অন্যান্য সহকর্মীদের সঙ্গে দাদাগিরি করার যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিযুক্তের স্ত্রী বন্দনা দাস কীর্তনীয়া । তাঁর পাল্টা অভিযোগ, স্বামীর উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করায় তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে শিক্ষক শিক্ষিকারা লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায়, তবে পাল্টা অভিযোগ করা হয়েছে কাউন্সিলরের পক্ষ থেকেও বলে জানা গিয়েছে। ঘটনায় এখন পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে সেদিকেই তাকিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক ও ছাত্রীরা।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bongaon-School: স্কুলের মধ্যেই শিক্ষিকাকে হামলা শিক্ষকের! কাউন্সিলর স্ত্রীর নাম তুলে হুমকি!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement