Durgapur Accident: বিরাট বড় দুর্ঘটনার হাত থেকে মুক্তি, রংরুটে আসা বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
সংঘর্ষের ফলে ট্রাকটি ডিভাইডারে উঠে গেলেও বাসটি কলকাতা মুখী লেনে আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণের জন্য কলকাতামুখী লেন অবরুদ্ধ হয়ে পড়ে।
বর্ধমান: বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে । বর্ধমানে ১৯ নং জাতীয় সড়কের পালার-শ্রীরামপুর এলাকার ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেচেদা ও বর্ধমান রুটের বাসটি আলিশা বাসস্ট্যান্ডে আসার জন্য জাতীয় সড়কের উল্টো লেন দিয়ে আসার সময় দুর্গাপুর গামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ট্রাকটি ডিভাইডারে উঠে গেলেও বাসটি কলকাতা মুখী লেনে আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণের জন্য কলকাতামুখী লেন অবরুদ্ধ হয়ে পড়ে। কলকাতামুখী সার্ভিস লেন যান চলাচল করানো হয়।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ এবং আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অনময় সুপার স্পেশালিটি হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীর সঞ্জীব দাস বলেন, “রংরুটে বাসটি আসছিল। ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের মধ্যে সম্ভবত ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। ঘটনায় প্রায় পাঁচ জন আহত হয়েছেন। পুলিশের সহযোগিতায় সকলকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। বড় দুর্ঘটনা ঘটতে পারত কোন রকমের রেলিং-এ আটকে রক্ষা পেয়েছে।”
advertisement
সুদীপ দাস বলেন, “আমি টোটো চালাই, শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনে এখানে এসে দেখি বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রশাসনের সহযোগিতায় আমরা কয়েকজনকে হাসপাতালে নিয়ে গেলাম। তাদের ওখানে চিকিৎসা চলছে। শুনলাম বাসটি ভুলরুটে আসছিল। যে কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারতো। কোন রকমের রক্ষা পেয়েছেন তারা। ঘটনার যেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়েছিল যান চলাচল।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman,West Bengal
First Published :
Jan 11, 2026 3:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur Accident: বিরাট বড় দুর্ঘটনার হাত থেকে মুক্তি, রংরুটে আসা বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫









