এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পিডব্লিউডি-র আধিকারিকরা, হাসপাতালের সুপার, নার্সিং স্টাফ এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। বৈঠকে হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে একটি পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে মন্ত্রী স্বপন দেবনাথ জানান, কালনা মহকুমা হাসপাতালে খুব শিগগিরই চালু হতে চলেছে ২৪ বেডের একটি অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)।
advertisement
ইতিমধ্যেই এই প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। CCU চালু হলে গুরুতর রোগীদের চিকিৎসায় হাসপাতালের সক্ষমতা বহুগুণে বাড়বে বলেই তিনি আশা করছেন। পাশাপাশি, হাসপাতালের পুরনো আইসোলেশন ওয়ার্ডকে মেডিসিন বিভাগের সঙ্গে যুক্ত করার কাজও শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। এর ফলে শয্যা সংখ্যা ও চিকিৎসা পরিষেবা আরও মজবুত হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন তিনি আরও জানান, ৪০ আসন বিশিষ্ট একটি নার্সিং কলেজ চালুর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে পরিদর্শন করা হবে এবং তার পরেই কলেজে পড়াশোনা শুরু হবে বলে আশাবাদী তিনি। মন্ত্রী জানান, কালনা মহকুমা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় পৌনে তিন কোটি টাকার কাজ ইতিমধ্যেই চলমান রয়েছে। এই সমস্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে আগামী দিনে কালনা ও সংলগ্ন এলাকার সাধারণ মানুষ আরও উন্নত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে তিনি আশ্বাস দেন।






