Migrant Worker Death: পেটের দায়ে মুম্বইয়ে কাজে গিয়ে আর ফেরা হল না! মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, দেড় বছরের সন্তান পিতৃহারা
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad Migrant Worker Death: মুর্শিদাবাদের আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। পেটের দায়ে মুম্বইয়ে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি। হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে রাজ্যের পরিযায়ী শ্রমিককে।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদে ফের একবার ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যুর ঘটনা ঘিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রানিতলা থানার অন্তর্গত হাজিগঞ্জ গ্রামের বাসিন্দা রেন্টু শেখ (৩২) সাত মাস আগে পেটের দায়ে কাজের সন্ধানে মুম্বই পাড়ি দিয়েছিলেন। সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। কিন্তু সেই রুজির পথেই ঘটে গেল মর্মান্তিক কাণ্ড।
পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি সন্ধ্যা সাতটা নাগাদ রেন্টু শেখ পরিবারের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলেন। সব কিছু স্বাভাবিকই ছিল। কিন্তু রাত আটটা নাগাদ আচমকাই একটি ফোন আসে। মুম্বইয়ের স্থানীয় এক ব্যক্তি পরিবারকে জানান, রেন্টু শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই খবর শুনেই পরিবারে নেমে আসে শোক ও আতঙ্ক।
advertisement
আরও পড়ুনঃ ভোট আসে ভোট যায়, বদলায় না তাদের ভাগ্য! শিক্ষা বিমুখ ইটভাটার শ্রমিকদের শিশুরা, হারিয়ে যাচ্ছে ভবিষ্যতের পথ
ঘটনার পর থেকে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কোম্পানির তরফে কোনও সহযোগিতার আশ্বাস মেলেনি বলে অভিযোগ পরিবারের। ভিন রাজ্য থেকে দেহ ফিরিয়ে আনা ও ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছে পরিবার। রেন্টু শেখের স্ত্রী বেবি খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, “দেড় বছরের ছোট বাচ্চাকে নিয়ে এখন আমি কীভাবে সংসার চালাব?” তাঁর মা জানান, “আমাদের পরিবারে উপার্জন করার মতো আর কেউ নেই।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা। পরিবার রাজ্য সরকারের কাছে দেহ দ্রুত ফিরিয়ে আনা, উপযুক্ত তদন্ত এবং আর্থিক সহায়তার জোরাল দাবি জানিয়েছে। দেহ ফিরে আসার অপেক্ষায় পরিবারের সদস্যরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 11, 2026 3:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Migrant Worker Death: পেটের দায়ে মুম্বইয়ে কাজে গিয়ে আর ফেরা হল না! মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, দেড় বছরের সন্তান পিতৃহারা









