North 24 Parganas News: ভোট আসে ভোট যায়, বদলায় না তাদের ভাগ্য! শিক্ষা বিমুখ ইটভাটার শ্রমিকদের শিশুরা, হারিয়ে যাচ্ছে ভবিষ্যতের পথ

Last Updated:

North 24 Parganas News: ইছামতী, বিদ্যাধরী-সহ বিভিন্ন নদীর তীরবর্তী ইটভাটা এলাকায় ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ চাপা পড়ছে ইটভাটার কালো ধোঁয়ায়। শিক্ষাজীবন থেকে বঞ্চিত হচ্ছে তারা। হারিয়ে যায় ভবিষ্যতের পথ।

+
ইটভাটা

ইটভাটা প্রতীকী ছবি

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্য: এই শিশুদের মেলে না শিক্ষার ছোঁয়া। ইটভাটার ধোঁয়ার আড়ালে চাপা ভবিষ্যৎ। শীতের কাকভোরে যখন শহরের শিশুদের ঘুম ভাঙে না, তখন ইছামতী, বিদ্যাধরী-সহ বিভিন্ন নদীর তীরবর্তী ইটভাটা এলাকায় ছোট ছোট শিশুদের দিন শুরু হয়ে যায়।
সূর্য ওঠার অনেক আগেই চোখ মেলে তারা। চারপাশে ইটভাটার ধোঁয়া, কাদামাখা মাটি আর অস্থায়ী টালির ঘরে বাবা-মায়ের সঙ্গে বসবাসই তাদের নিত্যদিনের বাস্তবতা। ঘুম থেকে উঠে তাদের গন্তব্য স্কুল বা টিউশন নয়। অধিকাংশ শিশুরই পথ যায় ঘরের সামনের ইটভাটায়। যেখানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাদা, ইট আর ধুলোর সঙ্গে লড়াই করেন তাদের বাবা-মা। সেই ধুলো কাদা মাখা ছবি দেখেই বড় হয় শিশু-কিশোররা।
advertisement
আরও পড়ুনঃ এক বছরের মধ্যেই ভেঙে চৌচির ঢালাই রাস্তা! পরিদর্শন হয়েছে বহুবার কিন্তু সংস্কারের বালাই নেই, মৃত্যুকে সঙ্গী করেই বেঁচে হাটসিউড়ি গ্রাম
ইটভাটা শিল্পে যুক্ত শ্রমিকদের একটি বড় অংশ বছরের পর বছর একই মালিকের অধীনে কাজ করতে বাধ্য। আগাম নেওয়া ঋণের বোঝা তাদের বেঁধে রেখেছে। এই ঋণনির্ভর শ্রমব্যবস্থা কার্যত আধুনিক দাসত্বের রূপ নিয়েছে। এর সবচেয়ে বড় শিকার হচ্ছে শ্রমিক পরিবারের শিশুরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সংসার ধর্ম বড় ধর্ম! পরিবারের জন্য শখের পেশা ছেড়ে রাত প্রহরী, আজও নাইটগার্ডের বাঁশিতে ভুবন ভোলানো সুর
ছয় মাসের বেশি সময় ধরে ভাটায় কাজ করার ফলে শিশুদের স্কুলে যাওয়ার সুযোগ থাকে না। মাঝপথে যখন তারা গ্রামে ফেরে, তখন শিক্ষাবর্ষ অনেকটাই এগিয়ে যায়। নতুন বই, খাতা বা শিক্ষাসামগ্রী না পাওয়ায় অনেকেই আর পড়াশোনায় ফিরতে পারে না। ধীরে ধীরে শিক্ষাজীবন থমকে যায়, হারিয়ে যায় ভবিষ্যতের পথ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দারিদ্রতার জাঁতাকলে নিষ্পেষিত এই শিশুদের জীবনের শুরুটাই সংগ্রামে মোড়া। দুই বেলা দু’মুঠো খাবারের সন্ধানে নিয়তি তাদের টেনে নিয়ে যায় হাড়ভাঙা শ্রমের ইটভাটায়। যে বয়সে থাকার কথা বাবা-মায়ের আদরে, পড়ার টেবিলে বা খেলার মাঠে, সেই বয়সেই তাদের ঠিকানা ইটভাটা। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও ধুলোর মধ্যে কাজ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে শিশুরা। শ্বাসকষ্ট, অপুষ্টি ও নানা রোগ যেন নিত্যসঙ্গী। তাদের ‘স্বপ্নিল ভবিষ্যৎ’ দারিদ্র্যের বেড়াজালে বন্দি হয়ে ইটভাটার ধোঁয়ার আড়ালেই চাপা পড়ে থাকছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ভোট আসে ভোট যায়, বদলায় না তাদের ভাগ্য! শিক্ষা বিমুখ ইটভাটার শ্রমিকদের শিশুরা, হারিয়ে যাচ্ছে ভবিষ্যতের পথ
Next Article
advertisement
IPAC Case Hearing Update: এজলাসে তুমুল হইহট্টগোল- চিৎকার, উঠে গেলেন বিচারপতি! হাইকোর্টে বেনজির ঘটনা, পিছিয়ে গেল আইপ্যাক কাণ্ডে জোড়া মামলার শুনানি
এজলাসে তুমুল হইহট্টগোল, উঠে গেলেন বিচারপতি!হাইকোর্টে পিছোল IPAC কাণ্ডে জোড়া মামলার শুনানি
  • কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি৷

  • ইডি, তৃণমূলের মামলা ঘিরে এজলাসে তুমুল হইহট্টগোল৷

  • উঠে গেলেন বিচারপতি, পরবর্তী শুনানি ১৪ জানুয়ারি৷

VIEW MORE
advertisement
advertisement