West Medinipur News: সংসার ধর্ম বড় ধর্ম! পরিবারের জন্য শখের পেশা ছেড়ে রাত প্রহরী, আজও নাইটগার্ডের বাঁশিতে ভুবন ভোলানো সুর

Last Updated:

West Medinipur News: হতে চেয়েছিলেন বাঁশুরিয়া। কিন্তু পরিস্থিতি স্বপ্ন বদলে দিয়েছে। সংসারের চাকা টানতে ভরসা সরকারি মহাবিদ্যালয়ের নাইটগার্ড চাকরি। তবু আশা ছাড়েননি দাঁতন কলেজের নাইটগার্ড প্রদীপ ঘোড়াই।

+
বাঁশি

বাঁশি বাজাচ্ছেন প্রদীপ ঘোড়াই

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে হয়নি প্রথাগত শিক্ষকের কাছে তালিম নেওয়া। তবে বরাবরই তার পছন্দ বাঁশের বাঁশি। বাঁশিতে ফু দিয়ে নতুন সুর তৈরি করা। তবে সংসারের চাকা টানতে ভরসা সরকারি মহাবিদ্যালয়ে। সারারাত তাঁকে জেগে থাকতে হয়, নজরে রাখতে হয় এদিক ওদিক। রাতে গোটা বাউন্ডারি ঘুরে দেখতে হয়। হতে চেয়েছিলেন বাঁশুরিয়া। তবে, পরিস্থিতি স্বপ্ন বদলে দিয়েছে। তবে তিনি আশা ছাড়েনি, নিজের শখ এখনও পূরণ করে চলেছেন। তিনি কাজ করেন একটি কলেজের নাইটগার্ড হিসেবে।
গোটা রাত প্রায় জেগেই থাকতে হয় তাকে। নজরদারি করতে হয় গোটা কলেজকে। রাতের প্রহরী বা নাইটগার্ডের কাজ করেন তিনি। আর কখনও কখনও গোটা রাতটুকু পার হয় বাঁশির সুরে।পেশাগতভাবে বংশপরম্পরায় পরিবারে ঢাক, ঢোল, তাসা বাজানোর চর্চা থাকলেও তেমন কেউ জানতেন না বাঁশি। ছোট থেকেই ঢাক বাজাতে পারেন তিনি। তবে কলেজে যখন তিনি অস্থায়ী ভিত্তিতে কাজ করেন তখনই বিকল্প কাজ করার মানসিকতা নিয়ে তিনি নিজেই শিখেছিলেন বাঁশি। কখনও কোনও অনুষ্ঠানে দেখে, কিংবা কারুর থেকে তাল, লয় শিখে তিনি শুরু করেন বাঁশি বাজানোর কাজ। এখনও সেই ধারাকে ধরে রেখেছেন তিনি। তবে তার প্রতিভা চমকে দেবে সকলকে।
advertisement
আরও পড়ুনঃ পেটের দায়ে চা বাগানে কাজে গিয়ে বেঘোরে প্রাণ গেল! অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল ভয়ালদর্শন বন্য শুয়োরের দল, পুরো ঘটনা জানলে শিউরে উঠবেন
পশ্চিম মেদিনীপুরের দাঁতন কলেজের নাইটগার্ড প্রদীপ ঘোড়াই। বাড়ি দাঁতন থানার চকইসমাইলপুর গ্রামে। ২০১০ সাল থেকে তিনি দাঁতন ভট্টর কলেজে অস্থায়ী ভিত্তিতে গ্রুপ ডি-এর কাজ করতেন। সেই সময় তার কাজ স্থায়ী হবে কিনা তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন তিনি। পারিবারিকভাবে যেহেতু শিল্পচর্চা রয়েছে তাই তিনি অন্যান্য বাদ্যযন্ত্র বাদ দিয়ে শুরু করলেন বাঁশি বাজানোর কাজ। তেমন কোনও প্রথাগত তালিম মেলেনি। নিজের ইচ্ছেতেই তিনি শিখেছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রূপান্তরকামী মহিলাদের সমস্যা সমাধানে উদ্যোগী জেলাশাসক! সরকারি পরিষেবার ১০০ শতাংশ সুবিধা নিশ্চিতের আশ্বাস
এরপর কলেজের অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা এমনকি যাত্রা দলেও আবহ সৃষ্টি করেছেন তিনি। মূলত পেশা হিসেবে বেছে নিতে তিনি হাতে তুলে নিয়েছিলেন বাঁশের বাঁশি। পরে অবশ্য কলেজের কাজ স্থায়ী হতে তিনি শখের বশে এখনও বাঁশি বাজান।
advertisement
কখনও কখনও বিভিন্ন অনুষ্ঠান করেন তিনি। সংসার সামলে চলে তার এই শিল্পের কাজ। মধুর সুরে ভরে ওঠে কলেজ প্রাঙ্গণ। সাংসারিক বোঝা বদলে দিয়েছে। এককালে যাকে পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন তা এখন শখে পরিণত হয়েছে। সবকিছু সামলেও তিনি যেন তার জীবনের আবহ বাঁশিতেই সৃষ্টি করেন। তার এই প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: সংসার ধর্ম বড় ধর্ম! পরিবারের জন্য শখের পেশা ছেড়ে রাত প্রহরী, আজও নাইটগার্ডের বাঁশিতে ভুবন ভোলানো সুর
Next Article
advertisement
IPAC Case Hearing Update: এজলাসে তুমুল হইহট্টগোল- চিৎকার, উঠে গেলেন বিচারপতি! হাইকোর্টে বেনজির ঘটনা, পিছিয়ে গেল আইপ্যাক কাণ্ডে জোড়া মামলার শুনানি
এজলাসে তুমুল হইহট্টগোল, উঠে গেলেন বিচারপতি!হাইকোর্টে পিছোল IPAC কাণ্ডে জোড়া মামলার শুনানি
  • কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি৷

  • ইডি, তৃণমূলের মামলা ঘিরে এজলাসে তুমুল হইহট্টগোল৷

  • উঠে গেলেন বিচারপতি, পরবর্তী শুনানি ১৪ জানুয়ারি৷

VIEW MORE
advertisement
advertisement