Wild Boar Attack: পেটের দায়ে চা বাগানে কাজে গিয়ে বেঘোরে প্রাণ গেল! অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল ভয়ালদর্শন বন্য শুয়োরের দল, পুরো ঘটনা জানলে শিউরে উঠবেন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Jalpaiguri Wild Boar Attack: পেটের তাগিদে কাজ করতে যাওয়াই কাল হল। একদল বন্য শুয়োরের আকস্মিক হামলায় প্রাণ গেল গরিব চা বাগান শ্রমিকের। আহত আরও ২ জন শ্রমিক। আতঙ্ক জলপাইগুড়ির রাজগঞ্জ শিকারপুর এলাকায়।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: পেটের তাগিদে কাজ করতে যাওয়াই হল কাল। বন্য শুয়োরের হামলায় প্রাণ গেল চা বাগান শ্রমিকের। আতঙ্ক রাজগঞ্জের শিকারপুর এলাকায়। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের ফুলাতিপাড়া জুড়ে শোকের ছায়া। বন্য শুয়োরের আকস্মিক হামলায় মৃত্যু হয়েছে চা বাগান শ্রমিক রাতিয়া ওরাওঁ (৫২)-এর।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের চা বাগানে কাজ করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়েন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, আচমকাই গৌরিকন সংলগ্ন জঙ্গল থেকে বেরিয়ে আসে একদল বন্য শুয়োর। অতর্কিত হামলায় গুরুতর জখম হন রাতিয়া ওরাওঁ-সহ আরও দু’জন। মোহন মাঝি ও বাবলু ওরাওঁ। আহতদের মধ্যে একজনের আঘাত তুলনামূলক কম থাকায় তাকে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
আরও পড়ুনঃ ফালাকাটায় আয়োজিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট! ভারতীয় প্রতিযোগীদের সঙ্গে টেক্কা ভুটানের খেলোয়াড়দের, জমজমাট ৪ দিনের ম্যাচ
কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয় রাতিয়া ওরাওঁয়ের। শুক্রবার জলপাইগুড়ি হাসপাতালের মর্গে তার দেহের ময়নাতদন্ত হবে বলেই সূত্র মারফত খবর। পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে ফুলাতিপাড়া এলাকা। প্রতিদিনের রুজি-রোজগারের তাগিদেই চা বাগানে কাজ করতে গিয়েছিলেন রাতিয়া। সেই কাজই কেড়ে নিল তার প্রাণ। ঘটনার পর থেকেই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে বনদফতর।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সংশ্লিষ্ট রেঞ্জার রাজকুমার পাল জানিয়েছেন, গতকাল থেকে বন দফতরের টিম এলাকায় মোতায়েন রয়েছে এবং বন্য শুয়োরদের খোঁজে অভিযান চলছে। বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবার ও আহতরা প্রত্যেকে ক্ষতিপূরণ পাবেন। কিন্তু, এই ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। জঙ্গল লাগোয়া চা বাগান এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 09, 2026 1:55 PM IST










