Badminton Tournament: ফালাকাটায় আয়োজিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট! ভারতীয় প্রতিযোগীদের সঙ্গে টেক্কা ভুটানের খেলোয়াড়দের, জমজমাট ৪ দিনের ম্যাচ
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Alipurduar Badminton Tournament: ফালাকাটার টাউন ক্লাব ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রাজ্যস্তরের শীতকালীন আমন্ত্রণমূলক ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে প্রতিবেশী দেশ ভুটানের একটি দল।
advertisement
চার দিন ধরে এই প্রতিযোগিতার আয়োজন হয়েছে। অংশ নিয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, বিহার, অসম, নাগাল্যান্ড এবং প্রতিবেশী দেশ ভুটানের খেলোয়াড়রা। আয়োজক সূত্রে জানা গিয়েছে, এই টুর্নামেন্টে কেবলমাত্র র‍্যাঙ্কিংধারী খেলোয়াড়রাই নয়, বয়স্ক ও কর্মরত খেলোয়াড়দের জন্যও পৃথক বিভাগ রাখা হয়েছে।
advertisement
advertisement
advertisement








