TMC candidate murder: মগরাহাটে বাড়ির কাছেই কুপিয়ে গুলি করে খুন তৃণমূলের জয়ী প্রার্থীকে! গুলিবিদ্ধ প্রতিবেশীকেও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাজাহান মোল্লা। ঘটনার পর রাতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে আসেন এসডিপিও মিতুন দে।
আনিসউদ্দিন মোল্লা, মগরাহাট: পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে প্রায় তিন সপ্তাহ হতে চলল৷ কিন্তু এখনও রাজ্যে হিংসায় লাগাম নেই৷ এবার দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাটে গুলি করে, কুপিয়ে খুন করা হল তৃণমূলের এক জয়ী প্রার্থীকে৷ নিহত ওই তৃণমূল প্রার্থীর নাম মৈমুর ঘরামি৷ তাঁকে বাঁচাতে এসে গুলিবিদ্ধ হন শাজাহান মোল্লা নামে তা্ঁর এক প্রতিবেশীও৷
advertisement
অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাজাহান মোল্লা। ঘটনার পর রাতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে আসেন এসডিপিও মিতুন দে। তিনি জানান, মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুরে তৃণমূলের জয়ী প্রার্থী ছিলেন মৈমুর ঘোরামি।
advertisement
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতীর সঙ্গে সম্প্রতি ওই তৃণমূল নেতার গন্ডগোল হয়েছিল৷ তারই জেরে এই হত্যাকাণ্ড কি না, খতিয়ে দেখছে পুলিশ৷ পাশাপাশি এই খুনের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2023 9:08 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
TMC candidate murder: মগরাহাটে বাড়ির কাছেই কুপিয়ে গুলি করে খুন তৃণমূলের জয়ী প্রার্থীকে! গুলিবিদ্ধ প্রতিবেশীকেও