স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের দিক থেকে তারাপীঠের দিকে যাচ্ছিল ট্রাভেলার গাড়িটি। অন্যদিকে বোলপুরের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল একটি বোলেরো গাড়ি। আউশগ্রামের ভেদিয়া রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাভেলার ও বোলেরো গাড়িটির। সংঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ধাক্কার অভিঘাতে বোলেরো গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আউশগ্রাম থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় পুলিশ দ্রুত উদ্ধারকাজে হাত লাগায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি থেকে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বোলপুরের সিয়ান হাসপাতালে পাঠানো হয়।
advertisement
দুর্ঘটনা জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। পরে আউশগ্রাম থানার পুলিশ ক্রেন নিয়ে এসে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল ফের স্বাভাবিক হয়। কী ভাবে ঘটল এই দুর্ঘটনা? গাড়ির যান্ত্রিক গোলযোগ নাকি চালকের অসতর্কতা? খতিয়ে দেখছে পুলিশ।
