এলাকাবাসীদের অভিযোগ, দিনের পর দিন হনুমানটির আচরণ ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছে। বিশেষ করে বাড়ির ছাদে বা উঠোনে বেরোলেই আতঙ্কে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। শনিবার এলাকার এক গৃহবধূ জানান, তিনি ছাদে কাপড় মেলতে গিয়েছিলেন। সেই সময় হঠাৎ করেই হনুমানটি ছাদের মধ্যেই তাকে তাড়া করে। অল্পের জন্য তিনি ছাদ থেকে পড়ে যেতে যেতে বেঁচেছেন। আর একটু হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে জানান তিনি।
advertisement
এছাড়াও একই দিনে এলাকার এক বৃদ্ধাকেও হনুমানটি তাড়া করে বলে অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই হনুমানটি কাউকে ছাড়ছে না শিশু, মহিলা বা বৃদ্ধ, যে কাউকে দেখলেই তেড়ে আসছে। ফলে ভয়ে অনেকেই বাড়ির বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীরা জানান, হনুমানের এই আচরণে যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারে। ইতিমধ্যেই কয়েকজন অল্পের জন্য আহত হওয়া থেকে বেঁচে গিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে রাজারপুর এলাকার বাসিন্দাদের একটাই দাবি, অবিলম্বে বনদফতর যেন ঘটনাস্থলে এসে হনুমানটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপেই এলাকায় স্বাভাবিকতা ফিরবে বলে মনে করছেন আতঙ্কিত বাসিন্দারা।






