Kalna Hospital: কালনা ও সংলগ্ন এলাকার জন্য সুখবর! আধুনিক স্বাস্থ্য পরিষেবার পথে আরও একধাপ এগোল মহকুমা হাসপাতাল, চালু হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
East Bardhaman Kalna Hospital: কালনা ও সংলগ্ন এলাকার জন্য দারুণ সুখবর। কালনা মহকুমা হাসপাতালে খুব শিগগিরই চালু হতে চলেছে ২৪ বেডের একটি অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)। ইতিমধ্যেই ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কালনা মহকুমা হাসপাতালের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের প্রাণিসম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। কালনা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে উপস্থিত থেকে তিনি হাসপাতালের বর্তমান পরিকাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পিডব্লিউডি-র আধিকারিকরা, হাসপাতালের সুপার, নার্সিং স্টাফ এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। বৈঠকে হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে একটি পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে মন্ত্রী স্বপন দেবনাথ জানান, কালনা মহকুমা হাসপাতালে খুব শিগগিরই চালু হতে চলেছে ২৪ বেডের একটি অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)।
advertisement
আরও পড়ুনঃ পেটের দায়ে মুম্বইয়ে কাজে গিয়ে আর ফেরা হল না! মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, দেড় বছরের সন্তান পিতৃহারা
ইতিমধ্যেই এই প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। CCU চালু হলে গুরুতর রোগীদের চিকিৎসায় হাসপাতালের সক্ষমতা বহুগুণে বাড়বে বলেই তিনি আশা করছেন। পাশাপাশি, হাসপাতালের পুরনো আইসোলেশন ওয়ার্ডকে মেডিসিন বিভাগের সঙ্গে যুক্ত করার কাজও শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। এর ফলে শয্যা সংখ্যা ও চিকিৎসা পরিষেবা আরও মজবুত হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন তিনি আরও জানান, ৪০ আসন বিশিষ্ট একটি নার্সিং কলেজ চালুর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে পরিদর্শন করা হবে এবং তার পরেই কলেজে পড়াশোনা শুরু হবে বলে আশাবাদী তিনি। মন্ত্রী জানান, কালনা মহকুমা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় পৌনে তিন কোটি টাকার কাজ ইতিমধ্যেই চলমান রয়েছে। এই সমস্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে আগামী দিনে কালনা ও সংলগ্ন এলাকার সাধারণ মানুষ আরও উন্নত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে তিনি আশ্বাস দেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 11, 2026 4:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna Hospital: কালনা ও সংলগ্ন এলাকার জন্য সুখবর! আধুনিক স্বাস্থ্য পরিষেবার পথে আরও একধাপ এগোল মহকুমা হাসপাতাল, চালু হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট









