আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমির ধান তুলে নেওয়ার পর , এদিন দিলীপ বাবু ধানের গোড়াগুলো পোড়াতে গিয়েছিলেন জমিতে। জমিতে আগুন ধরিয়েছিলেন তিনি। আর পরে সেই আগুন ক্রমেই ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পাশের জমিতে চলে যায়। কিছু বুঝে ওঠার দিলীপ বাবু দেখেন অন্যের জমির জড়ো করে রাখা ধান পুড়ে যাচ্ছে। যা দেখে আতঙ্কে অচৈতন্য হয়ে যায় দিলীপ। আর তখনই আগুনের লেলিহান শেখায় অচৈতন্য দিলীপ দগ্ধ হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ একজনকে খুন ও দুজনকে খুনের চেষ্টায় যাবজ্জীবন কারাদণ্ড
স্থানীয়দের নজরে আসতেই তারা ছুটে এসে উদ্ধার করে দিলীপ বাবুকে। ততক্ষণে প্রায় সর্বাঙ্গ পুড়ে গিয়েছে ওই ৭২ বছরের দিলীপের। স্থানীয়রা খবর দেয় মেমারি থানায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আসেন থানার ভারপ্রাপ্ত ওসি সুদীপ্ত ব্যানার্জী। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজে। তবে মনে করা হচ্ছে ওই বৃদ্ধ মাঠেই দগ্ধ হয়ে মারা গেছেন। সব মিলিয়ে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে মৃত বৃদ্ধের পরিবারে।
আরও পড়ুনঃ এলাকায় ডায়রিয়া আতঙ্ক! নিষেধ হল পুকুরের জল ব্যবহার
প্রশাসন বহুবার প্রচার চালিয়েছে এলাকায় এলাকায় , যাতে নাড়া পোড়ানো না হয়। সচেতনও করেছে সাধারণ মানুষকে। তবে প্রশাসনের কথাকে অমান্য করে বহু মানুষ নিজের জমিতে নাড়া পোড়ান। আর যার জেরেই এই ধরনের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাই মানুষকে শিক্ষা দেয়।হয়তো এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ওই এলাকায় অন্তত বন্ধ হবে নাড়া পোড়ানো।
Malobika Biswas