TRENDING:

Purba Bardhaman News: নাড়া পোড়াতে গিয়ে আগুনে দগ্ধ বৃদ্ধ

Last Updated:

প্রশাসনের তৎপরতার পরও বন্ধ হচ্ছে না নাড়া পোড়ানো। এখনও বর্ধমান জেলার বহু জায়গায় নাড়া পোড়ানো হয়। আর যার ফলে বহু ক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ও ঘটে। তেমনি এক দুর্ঘটনার সাক্ষী থাকল বর্ধমান জেলা। এদিন নাড়া পোড়াতে গিয়ে আগুনে পুড়ে তো হল এক বৃদ্ধের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : প্রশাসনের তৎপরতার পরও বন্ধ হচ্ছে না নাড়া পোড়ানো। এখনও বর্ধমান জেলার বহু জায়গায় নাড়া পোড়ানো হয়। আর যার ফলে বহু ক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ও ঘটে। তেমনি এক দুর্ঘটনার সাক্ষী থাকল বর্ধমান জেলা। এদিন নাড়া পোড়াতে গিয়ে আগুনে পুড়ে তো হল এক বৃদ্ধের। ধান জমিতে নাড়া পোড়াতে গিয়েই এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম দিলীপ চক্রবর্তী বয়স ৭২। শুক্রবার বেলা ১১ টা নাগাদ এই ঘটনাটি ঘটে। ঘটনাটি মেমারি থানার কলানবগ্রাম এলাকার ঘটনা। ঘটনাটির পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
advertisement

আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমির ধান তুলে নেওয়ার পর , এদিন দিলীপ বাবু ধানের গোড়াগুলো পোড়াতে গিয়েছিলেন জমিতে। জমিতে আগুন ধরিয়েছিলেন তিনি। আর পরে সেই আগুন ক্রমেই ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পাশের জমিতে চলে যায়। কিছু বুঝে ওঠার দিলীপ বাবু দেখেন অন্যের জমির জড়ো করে রাখা ধান পুড়ে যাচ্ছে। যা দেখে আতঙ্কে অচৈতন্য হয়ে যায় দিলীপ। আর তখনই আগুনের লেলিহান শেখায় অচৈতন্য দিলীপ দগ্ধ হয়ে যায়।

advertisement

আরও পড়ুনঃ একজনকে খুন ও দুজনকে খুনের চেষ্টায় যাবজ্জীবন কারাদণ্ড

স্থানীয়দের নজরে আসতেই তারা ছুটে এসে উদ্ধার করে দিলীপ বাবুকে। ততক্ষণে প্রায় সর্বাঙ্গ পুড়ে গিয়েছে ওই ৭২ বছরের দিলীপের। স্থানীয়রা খবর দেয় মেমারি থানায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আসেন থানার ভারপ্রাপ্ত ওসি সুদীপ্ত ব্যানার্জী। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজে। তবে মনে করা হচ্ছে ওই বৃদ্ধ মাঠেই দগ্ধ হয়ে মারা গেছেন। সব মিলিয়ে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে মৃত বৃদ্ধের পরিবারে।

advertisement

আরও পড়ুনঃ এলাকায় ডায়রিয়া আতঙ্ক! নিষেধ হল পুকুরের জল ব্যবহার

প্রশাসন বহুবার প্রচার চালিয়েছে এলাকায় এলাকায় , যাতে নাড়া পোড়ানো না হয়। সচেতনও করেছে সাধারণ মানুষকে। তবে প্রশাসনের কথাকে অমান্য করে বহু মানুষ নিজের জমিতে নাড়া পোড়ান। আর যার জেরেই এই ধরনের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাই মানুষকে শিক্ষা দেয়।হয়তো এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ওই এলাকায় অন্তত বন্ধ হবে নাড়া পোড়ানো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: নাড়া পোড়াতে গিয়ে আগুনে দগ্ধ বৃদ্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল