ফের বাম শিবিরেই আস্থা জেএনইউ-এ পড়ুয়াদের। ২০২৫ সালের ছাত্র সংসদ (JNUSU) নির্বাচনে চারটি গুরুত্বপূর্ণ পদেই জয়ী হল বামপ্রার্থীরা। সভাপতি থেকে যুগ্ম সম্পাদক— প্রতিটি পদই নিজেদের দখলে রাখল বাম ছাত্র সংগঠনগুলির জোট ‘লেফট ইউনিটি’। সূত্রের খবর, সভাপতি পদে জয়ী হয়েছেন আদিতি মিশ্রা, সহ-সভাপতি পদে কে. গোপিকা, সাধারণ সম্পাদক পদে সুনীল যাদব এবং যুগ্ম সম্পাদক পদে দানিশ আলি— চারজনই বামপ্রার্থী। এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ, যা সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে ভোটহারের নিরিখে সবচেয়ে বেশি।
ফের দুদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা সভা করবেন মুখ্যমন্ত্রী। সোমবারই উত্তর কন্যায় এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রের খবর। বেশ কিছু পরিষেবা তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। মূলত উত্তরবঙ্গের বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের হাতে পরিষেবা তুলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা ফেরার কথা রয়েছে তাঁর।
পুরী জয়নগর এক্সপ্রেসে (ট্রেন নম্বর ১৮৪১৯) কন্যা সন্তানের জন্ম দিলেন ১৯ বছর বয়সী এক প্রসূতি। মা ও নব জাতককে উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন আরপিএফ, জিআরপি এবং রেলওয়ে আধিকারিকেরা।
আপাতত পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই আর ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ বেশির ভাগ জেলার তাপমাত্রা স্বাভাবিকে নেমে এসেছে। এই রাজ্যের বাসিন্দাদের মনে এখন প্রশ্ন, শীতের আমেজ মিলবে কবে? আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দু’দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না দক্ষিণের জেলাগুলিতে। তার পরের তিন দিন তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।
একই দিনে, পুরসভা স্তরে রাজ্যজুড়ে ব্যাপক রদবদল। সরানো হল একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে।একাধিক পুরসভায় সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে পুরপ্রধান ও উপপুরপ্রধানদের। লোকসভা ভোটের ফল খারাপ হয় পুর অঞ্চলে। কেন খারাপ হল ফল? তা নিয়ে সমীক্ষা করা হয় তৃণমূলের তরফে। অভ্যন্তরীণ রিপোর্ট জমা পড়ে গত সপ্তাহেই। পারফরম্যান্সে ব্যর্থতা ও জনসংযোগে ঘাটতির কারণেই সরে যেতে হচ্ছে পদাধিকারীদের। কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীরকুমার সাহাকে সরিয়ে নতুন পুরপ্রধান করা হয়েছে কমলাকান্ত চক্রবর্তীকে। উপপুরপ্রধান লখিন্দর মণ্ডলকেও সরানো হল। তাঁর জায়গায় দায়িত্ব পাবেন ইউসুফা খাতুন।
ট্রাম্পের সামনেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন ওষুধ প্রস্তুতকারক সংস্থার কর্তা গর্ডন ফিন্ডলে। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু হয়। ট্রাম্প নিজেও উদ্বিগ্ন মুখে গোটা ঘটনার তদারকি করেন। তবে গর্ডন বর্তমানে সুস্থ রয়েছেন বলেই হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে।
রাজারহাটের হাড়োয়া খালে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। আহত কমপক্ষে ৫০। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর দিকে আসছিল যাত্রীবোঝাই বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় খালে। ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ।
সম্পন্ন হল বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার শেষে ভোটের হার ৬০.২৫%। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোটপর্ব মিটেছে বিহারে। যদিও বেশ কিছু জায়গায় কয়েকজন নেতার উপর হামলার খবর পাওয়া গিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনে দুপুর ১টা নাগাদ ভোটার উপস্থিতি ছিল ৪২ শতাংশ এবং বিকেল ৩টা নাগাদ তা বেড়ে ৫৩.৭৭ শতাংশে পৌঁছায়। শেষমেশ তা পৌঁছয় ৬০.২৫%-এ।
বৃহস্পতিবার রাতে আচমকাই তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে উধাও কয়েক লক্ষ টাকা। জানা গিয়েছে, সাংসদের ডরম্যান্ট অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা হাতিয়েছে দুষ্কৃতীরা। সূত্রের খবর, কল্যাণ ব্যানার্জির স্টেট ব্যাঙ্কের হাইকোর্ট ব্রাঞ্চ থেকে টাকা ট্রান্সফার করা হয়েছে।
পনেরো বছর আগে ছেলের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন নৃশংস খুন হয়েছিলেন তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত আট বাম কর্মীর আজ সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে।
দমদম শ্রাচি গার্ডেনে গৌতম সরকার নামে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে ইডি আধিকারিকরা। বিভিন্ন পুরসভায় কাজ করেন তিনি৷ সূত্রে খবর, হিউম্যান ট্রাফিকিং মামলায় ২০১৫ সালে এই সিভিল ইঞ্জিনিয়ারের নামে এফআইআর হয়েছিল। এই মামলাতেই আজ ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন গৌতম সরকারকে।