Purba Bardhaman News: একজনকে খুন ও দুজনকে খুনের চেষ্টায় যাবজ্জীবন কারাদণ্ড
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
ধারালো অস্ত্র দিয়ে খুন করা ও দুজনকে খুনের চেষ্টা করার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিল পূর্ব বর্ধমান জেলার কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সুধীর কুমার। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম খোকন মাঝি ।
#পূর্ব বর্ধমান : ধারালো অস্ত্র দিয়ে খুন করা ও দুজনকে খুনের চেষ্টা করার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিল পূর্ব বর্ধমান জেলার কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সুধীর কুমার। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম খোকন মাঝি । আদালত সূত্রে খবর , ২০১৯ সালের ১১ ই জুলাই কালনা থানার রুকুসপুর গ্রামে ঝাপান মেলায় একজনকে খুন ও দুজনকে খুনের চেষ্টা করে খোকন । এরপরই এই ঘটনা অভিযোগ দায়ের হয় থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয় খোকনকে। তদন্ত চলতে থাকে। পুলি শ চিকিৎসক সহ মোট চব্বিশ জনের সাক্ষ্যগ্রহন করে ।
এরপরই এদিন কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক খোকনকে যাবজ্জীবন সাজা দেয় । এই কেসের সরকারি আইনজীবী মলয় পাঁজা বলেন, ২০১৯ সালের ১১ ই জুলাই কালনা থানার রুকুসপুর গ্রামে ঝাপান মেলা চলছিল । সেই মেলায় মাইক বাজানোর কাজ করছিলেন স্থানীয় দক্ষিণ দুর্গাপুরের বাসিন্দা অভিজিৎ সিং । হঠাৎ করে মাইক বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা খোকন মাঝি অভিজিৎ সিংয়ের উপর চড়াও হয় । ধারাল অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে ।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গি সচেতনতার বার্তা, ট্যাবেলো নিয়ে রাস্তায় কাউন্সিলর
অভিজিতের সঙ্গে থাকা আরও দুজন রাজীব সিং ও পিকাই হালদারের উপরও ধারালো অস্ত্র চালিয়ে দেয় খোকন । এরপর আহতদের স্থানীয়রা কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অভিজিৎ সিংকে মৃত বলে জানায় । এই ঘটনার পর কালনা থানায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা প্রশান্ত সিং । পুলিশ ঘটনার তদন্তে নেমে খোকন মাঝিকে গ্রেফতার করে । চব্বিশ জনের সাক্ষ্যপ্রমাণের উপর ভিত্তি করে কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক যাবজ্জীবন সাজা শোনায় খোকনকে।
advertisement
advertisement
Malobika Biswas
Location :
First Published :
November 25, 2022 1:35 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: একজনকে খুন ও দুজনকে খুনের চেষ্টায় যাবজ্জীবন কারাদণ্ড