Purba Bardhaman News: একজনকে খুন ও দুজনকে খুনের চেষ্টায় যাবজ্জীবন কারাদণ্ড

Last Updated:

ধারালো অস্ত্র দিয়ে খুন করা ও দুজনকে খুনের চেষ্টা করার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিল পূর্ব বর্ধমান জেলার কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সুধীর কুমার। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম খোকন মাঝি ।

#পূর্ব বর্ধমান : ধারালো অস্ত্র দিয়ে খুন করা ও দুজনকে খুনের চেষ্টা করার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিল পূর্ব বর্ধমান জেলার কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সুধীর কুমার। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম খোকন মাঝি । আদালত সূত্রে খবর , ২০১৯ সালের ১১ ই জুলাই কালনা থানার রুকুসপুর গ্রামে ঝাপান মেলায় একজনকে খুন ও দুজনকে খুনের চেষ্টা করে খোকন । এরপরই এই ঘটনা অভিযোগ দায়ের হয় থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয় খোকনকে। তদন্ত চলতে থাকে। পুলি শ চিকিৎসক সহ মোট চব্বিশ জনের সাক্ষ্যগ্রহন করে ।
এরপরই এদিন কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক খোকনকে যাবজ্জীবন সাজা দেয় । এই কেসের সরকারি আইনজীবী মলয় পাঁজা বলেন, ২০১৯ সালের ১১ ই জুলাই কালনা থানার রুকুসপুর গ্রামে ঝাপান মেলা চলছিল । সেই মেলায় মাইক বাজানোর কাজ করছিলেন স্থানীয় দক্ষিণ দুর্গাপুরের বাসিন্দা অভিজিৎ সিং । হঠাৎ করে মাইক বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা খোকন মাঝি অভিজিৎ সিংয়ের উপর চড়াও হয় । ধারাল অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে ।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গি সচেতনতার বার্তা, ট্যাবেলো নিয়ে রাস্তায় কাউন্সিলর
অভিজিতের সঙ্গে থাকা আরও দুজন রাজীব সিং ও পিকাই হালদারের উপরও ধারালো অস্ত্র চালিয়ে দেয় খোকন । এরপর আহতদের স্থানীয়রা কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অভিজিৎ সিংকে মৃত বলে জানায় । এই ঘটনার পর কালনা থানায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা প্রশান্ত সিং । পুলিশ ঘটনার তদন্তে নেমে খোকন মাঝিকে গ্রেফতার করে । চব্বিশ জনের সাক্ষ্যপ্রমাণের উপর ভিত্তি করে কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক যাবজ্জীবন সাজা শোনায় খোকনকে।
advertisement
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: একজনকে খুন ও দুজনকে খুনের চেষ্টায় যাবজ্জীবন কারাদণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement