১টি ভোট কাটতে ৮০ টাকা....! মুছে ফেলা হয়েছে ৬০০০ ভোটারের নাম! কোথায় জানেন? লাখ, লাখ টাকার কারবার, SIT-এর চাঞ্চল্যকর দাবি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vote Scam: কংগ্রেসের ভোট চুরির অভিযোগ সম্পর্কে সামনে এল বিস্ফোরক তথ্য। ভোটার তালিকার অনিয়মের তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর দাবি তুলেছে পুলিশের বিশেষ তদন্ত দল (SIT)। কর্ণাটকের আলান্দ বিধানসভা কেন্দ্রে উঠল এই চাঞ্চল্যকর ভোট চুরির অভিযোগ! কী ভাবে হয়েছে ভোট চুরি? বিস্ফোরক দাবি তুলল তদন্তকারী সিট।
advertisement
advertisement
advertisement
কর্ণাটক পুলিশের বিশেষ তদন্ত দল (SIT) জানিয়েছে, ২০২৩এর ভোটের আগে একটি সাইবার সেন্টার থেকে জালিয়াতির মাধ্যমে ভোটারদের নাম মুছে ফেলা হয়েছিল, প্রতিটি নামের জন্য ৮০ টাকা করে চার্জ করা হয়েছিল। তাতে মোট ৪.৮ লক্ষ টাকার লেনদেন করা হয়। বেশিরভাগ দলিত এবং সংখ্যালঘু ভোটারদের টার্গেট করা হয়েছিল বলেও দাবি সিটের ওই তদন্ত রিপোর্টে।
advertisement
advertisement
advertisement
অভিযোগ, প্রতি আবেদনের জন্য ৮০ টাকা ফি দিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এই নামগুলি। SIT সূত্র জানিয়েছে যে তাদের সন্দেহ, অভিযুক্তরা এই ভোট মুছে ফেলার কাজে সহায়তাকারীদের ৪.৮ লক্ষ টাকা দিয়েছে বলেও অভিযোগ। তদন্তকারীদের দাবি, কেন্দ্রীয় সরকার স্বার্থসিদ্ধি করতেই ভোটার তালিকা মুছে ফেলার জন্য নির্বাচন কমিশনের পোর্টালে প্রবেশ করেছিল।
advertisement
advertisement
এসআইটি আবিষ্কার করেছে যে এই কাজটি বিধানসভা নির্বাচনী এলাকার একটি সাইবার সেন্টার থেকে করা হয়েছিল, যেখানে অপারেটরদের প্রতিটি আবেদনের জন্য ৮০ টাকা দেওয়া হয়েছিল। তদন্তে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের পোর্টালে অননুমোদিত অ্যাক্সেস পেয়ে এই জালিয়াতি করা হয়। একজন সিআইডি কর্মকর্তার দাবি, "কমপক্ষে ৬,০০০ ভোট মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।"
advertisement
