Murshidabad News: ভিন রাজ্যে কাজ করেন স্বামী, গ্রামের বাড়িতে আত্মহত্যা করলেন স্ত্রী! ঘটনা ঘিরে রহস্য
- Published by:Pooja Basu
- local18
Last Updated:
পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। তাদের দাবি, দেহ উদ্ধারের সময় গৃহবধূর কানের সোনার দুল, হাতের সোনার চুরি ও গলার সোনার হার পাওয়া যায়নি।
ভগবানগোলা: ভগবানগোলা থানার অন্তর্গত সুন্দরপুর অঞ্চলের বাবুর মাঠ পুকুর পাড়া গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার সকালে বাড়ির ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃত গৃহবধূর নাম সারভীনা বিবি (২৪)। স্বামীর নাম রাফিকুল শেখ। পরিবার সূত্রে জানা যায়, রাফিকুল শেখ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। ঘটনার সময় সারভীনা বিবি বাড়িতে একাই ছিলেন বলে জানা গেছে।
advertisement
advertisement
পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। তাদের দাবি, দেহ উদ্ধারের সময় গৃহবধূর কানের সোনার দুল, হাতের সোনার চুরি ও গলার সোনার হার পাওয়া যায়নি। এই ঘটনায় মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। পরিবারের সদস্যদের সন্দেহ, এটি শুধু আত্মহত্যা নয়, এর পেছনে অন্য কোনও কারণ থাকতে পারে।
ঘটনার খবর পেয়ে তদন্তে ঘটনাস্থলে পৌঁছান ভগবানগোলা মহকুমার এসডিপিও বিমান হালদার মহাশয়। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
ফরহাদ হোসেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 12:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ভিন রাজ্যে কাজ করেন স্বামী, গ্রামের বাড়িতে আত্মহত্যা করলেন স্ত্রী! ঘটনা ঘিরে রহস্য










