ফোন অফ থাকলে পাঠানো মেসেজ কোথায় সেভ থাকে? জানলে অবাক হবেন
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
মোবাইল বা ইন্টারনেট বন্ধ থাকলে তখন WhatsApp, SMS, Instagram ও Email-এর মেসেজগুলো কোথায় থাকে? কতদিন পর্যন্ত সেগুলো সার্ভারে নিরাপদে সংরক্ষিত থাকে? আর ইন্টারনেট চালু হতেই কীভাবে একসঙ্গে সব মেসেজ এসে যায়?
মোবাইল ফোন এখন আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। WhatsApp, SMS, Instagram, Facebook, Email—এইসব নানা মাধ্যমের মাধ্যমে আমরা প্রতিদিন অসংখ্য বার্তা পাঠাই ও গ্রহণ করি। কিন্তু কখনও মোবাইল ডেটা বন্ধ থাকে, কখনও Wi-Fi পাওয়া যায় না, আবার কখনও ফোন পুরোপুরি বন্ধ থাকে। এমন পরিস্থিতিতে পরে যখন ফোন বা ইন্টারনেট চালু করা হয়, তখন সেই সময়ে আসা সব বার্তা একসঙ্গে এসে পৌঁছায়।
advertisement
advertisement
ইন্টারনেট বন্ধ থাকলে যে বার্তাগুলো আসে, সেগুলো আপনার ফোনে সেভ হয় না; বরং সংশ্লিষ্ট কোম্পানির সার্ভারে নিরাপদে সংরক্ষিত থাকে। উদাহরণ হিসেবে—WhatsApp-এ আসা মেসেজগুলো WhatsApp-এর ক্লাউড সার্ভারে সেভ থাকে, Instagram বা Facebook-এর মেসেজগুলো Meta কোম্পানির সার্ভারে সংরক্ষিত হয়, আর SMS বা সাধারণ টেক্সট মেসেজগুলো থাকে আপনার মোবাইল নেটওয়ার্ক অপারেটরের সার্ভারে।
advertisement
advertisement
তাহলে এই মেসেজগুলো সার্ভারে কতদিন পর্যন্ত থাকে? প্রতিটি পরিষেবা তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী বার্তা সংরক্ষণ করে। যদি ফোন অফলাইন থাকে, তাহলে WhatsApp সাধারণত প্রায় ৩০ দিন পর্যন্ত মেসেজ তাদের সার্ভারে রেখে দেয়। মেসেজটি ফোনে ডেলিভার হয়ে গেলে তা স্বয়ংক্রিয়ভাবে সার্ভার থেকে মুছে যায়। SMS-এর ক্ষেত্রে, মোবাইল নেটওয়ার্ক অপারেটররা সাধারণত ২ থেকে ৭ দিন পর্যন্ত মেসেজ সার্ভারে সংরক্ষণ করে।
advertisement
advertisement
তাহলে ইন্টারনেট চালু করলেই মেসেজগুলো কীভাবে আসে? যখন আপনি মোবাইল ডেটা অন করেন বা Wi-Fi-তে সংযুক্ত হন, তখন আপনার ফোন সংশ্লিষ্ট সার্ভারকে একটি সংকেত পাঠায়— “আমি এখন অনলাইন, আমার যেসব পেন্ডিং মেসেজ আছে সেগুলো পাঠাও।” এরপর সার্ভার সঙ্গে সঙ্গে সেখানে সংরক্ষিত সব মেসেজ আপনার ফোনে পাঠিয়ে দেয়। এই কারণেই অনেক সময় ইন্টারনেট চালু করামাত্রই একসঙ্গে অনেকগুলো মেসেজ এসে যায়।
advertisement








