Andhra Pradesh Bus Accident: অন্ধ্রপ্রদেশে পুড়ে ছাই লাক্সারি বাস ! আগুনে ঝলসে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

Last Updated:

মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধিও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

আগুনে ঝলসে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির (Photo: X)
আগুনে ঝলসে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির (Photo: X)
হায়দরাবাদ: ফের যাত্রীবোঝাই বাসে আগুন লেগে দুর্ঘটনা। রাজস্থানের পর এবার ভয়াবহ দুর্ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে ৩টে নাগাদ কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে একটি বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। তাতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধিও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের কুর্নুলে মর্মান্তিক বাস অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
advertisement
advertisement
advertisement
অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি আপাতত দুবাইয়ে রয়েছেন ৷ তাই দুর্ঘটনার খবর পেয়েই তিনি মুখ্যসচিব এবং অন্য সরকারি শীর্ষ আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। আহতদের সমস্ত রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।
advertisement
৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে চলাকালীন সংঘর্ষের পর বাসের সামনে আটকে যায় বাইকটি। ওই অবস্থায় কিছু দূর যাওয়ার পরেই আগুন ধরে যায় বাসটিতে। দুর্ঘটনার সময় অনেক যাত্রীই ঘুমিয়েছিলেন। তবে বাসে আগুন ধরেছে বুঝতে পারার পরেই তাঁদের অনেকে জানলা ভেঙে লাফিয়ে পড়ে নিজেদের প্রাণ বাঁচান। যদিও অনেকেই বাইরে বেরোতে পারেননি। পুলিশ জানিয়েছে, মৃতদের অনেকের শরীর এতটাই পুড়ে গিয়েছে যে, তাঁদের চিহ্নিতই করা যাচ্ছে না। আহতদের চিকিৎসা চলছে কুর্নুলের সরকারি হাসপাতালে । তবে চালক পলাতক বলে জানা গিয়েছে ৷ তার খোঁজ চলছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Andhra Pradesh Bus Accident: অন্ধ্রপ্রদেশে পুড়ে ছাই লাক্সারি বাস ! আগুনে ঝলসে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement