কীভাবে হাসপাতালের ওয়ার্ডের মধ্যে এমন ঘটনা ঘটল? SSKM-এ শ্লীলতাহানির ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের

Last Updated:

এসএসকেএম (SSKM) হাসপাতালের মধ্যে শৌচাগারের ভিতর নাবালিকার রোগীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, হাসপাতালেরই কর্মীর হাতে হেনস্থার শিকার হয় ওই নাবালিকা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! (File Photo)
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! (File Photo)
অভিজিৎ চন্দ, কলকাতা: এসএসকেএম হাসপাতালে শ্লীলতাহানির ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের ৷ কীভাবে হাসপাতালের ওয়ার্ডের মধ্যে এই ঘটনা ঘটল, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে তা জানতে চাওয়া হল ৷ এদিন রিপোর্ট তলব করা হয়েছে হাসপাতালের এমএসভিপি বা সুপারের কাছে ৷
এসএসকেএম (SSKM) হাসপাতালের মধ্যে শৌচাগারের ভিতর নাবালিকার রোগীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, হাসপাতালেরই কর্মীর হাতে হেনস্থার শিকার হয় ওই নাবালিকা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনাটি ঘটে বুধবার রাতে। নির্যাতিতা নাবালিকার বয়স ১৫ বছর বলে জানা গিয়েছে। রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ।
advertisement
advertisement
অভিযুক্তকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে পুলিশ। অভিযুক্ত SSKM-এর প্রাক্তন গ্রুপ ডি স্টাফ বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি এর আগে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালেও কাজ করতেন। বর্তমানে তিনি এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী বলে জানা গিয়েছে। বুধবার এসএসকেএম-এর বহির্বিভাগে গিয়েছিল অভিযুক্ত। নিজেকে ‘ডাক্তার’ বলে পরিচয় দিয়ে সেখান থেকে ওই নাবালিকাকে ভুলিয়েভালিয়ে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে যান তিনি। সেখানেই তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।
advertisement
গতকাল, বুধবার ওই নাবালিকা পরিবারের সঙ্গে এসএসকেএম হাসপাতালে আসে। OPD টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিল সে। সেই সময় অভিযুক্ত ওয়ার্ড বয়ের পোশাক পরে আসেন। পরিবারের দাবি, ওই ব্যক্তি জানান তিনি টিকিটের ব্যবস্থা করে দেবেন এবং তার জন্য কোনও রকম লাইন দিতে হবে না। এরপরই তিনি নাবালিকাকে অন্য একটি জায়গায় নিয়ে যান। সেখানেই একটি শৌচাগার ছিল। অভিযোগ সেখানেই শ্লীলতাহানি করা হয়। ঘটনার পরই নাবালিকা অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। ভবানীপুর থানার পুলিশ এরপর ধাপা থেকে গ্রেফতার করে তাকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কীভাবে হাসপাতালের ওয়ার্ডের মধ্যে এমন ঘটনা ঘটল? SSKM-এ শ্লীলতাহানির ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement