Purba Bardhaman News: এলাকায় ডায়রিয়া আতঙ্ক! নিষেধ হল পুকুরের জল ব্যবহার

Last Updated:

পুকুরের জল ব্যবহার করে ডায়রিয়া। ইতিমধ্যেই আক্রান্ত বেশ কয়েকজন মানুষ। পুকুরের জল ব্যবহার করে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান- দু নং ব্লকে প্রকোপ দেখা দিল ডায়রিয়ার। নবস্থা-২ নম্বর পঞ্চায়েতের করন্দা দক্ষিণ পাড়ার প্রায় ৯ জন মানুষ অসুস্থ হলেন।

+
title=

#পূর্ব বর্ধমান : পুকুরের জল ব্যবহার করে ডায়রিয়া। ইতিমধ্যেই আক্রান্ত বেশ কয়েকজন মানুষ। পুকুরের জল ব্যবহার করে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান- দু নং ব্লকে প্রকোপ দেখা দিল ডায়রিয়ার। নবস্থা-২ নম্বর পঞ্চায়েতের করন্দা দক্ষিণ পাড়ার প্রায় ৯ জন মানুষ অসুস্থ হলেন। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামল জেলা স্বাস্থ্য দফতর। অসুস্থ ব্যক্তিদের বাড়ি বাড়ি গেলেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। অসুস্থদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দুজন আপতত বাড়িতেই আছেন।
এদিন এলাকা পরিদর্শনে যান বড়শুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আধিকারিক অভিষেক যশ, প্রধান মালা মন্ডল সহআশা কর্মীরা। জানা গিয়েছে, গ্রামের পিএইচই প্রকল্পে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা করা আছে তবে স্থায়িত্ব মাত্র সাত দিন ছিল। বাধ্য হয়েই গ্রামের পুকুর ও টিউবওয়েলের জল ব্যবহার করতে হয় গ্রামের মানুষজনকে। আর সেই জল খেয়েই নবস্থা- ২ নম্বর পঞ্চায়েতের করন্দা দক্ষিণপাড়ার কয়েক জন বাসিন্দা ডায়রিয়া আক্রান্ত হন। আক্রান্তদের প্রাথমিকভাবে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে
advertisement
আরও পড়ুনঃ এখনও মেলেনি ক্ষতিপূরণ! রাস্তা অবরোধ করে বিক্ষোভ মেমারীর আলু চাষীদের
অসুস্থদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই এখনো চিকিৎসাধীন আছেন বেশ কয়েকজন গ্রামের মানুষ। ইতিমধ্যেই যে পুকুরে জল ব্যবহার করে গ্রামের মানুষ অসুস্থ হয়েছেন সেই পুকুরের জল ব্যবহার করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। পুকুরের পাশেই লিখে দেওয়া হয়েছে। এই পুকুরের জল ব্যবহার করা কঠোর ভাবে নিষেধ। এমনটাই লিখে দেওয়া হয়েছে পুকুরের ধারে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্থানীয় স্থানীয় জলের কল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পাঠানো হয়েছে পরীক্ষায়।
advertisement
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: এলাকায় ডায়রিয়া আতঙ্ক! নিষেধ হল পুকুরের জল ব্যবহার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement