Rohit Sharma: রানে ফিরতেই একের পর এক বড় রেকর্ড রোহিতের ঝুলিতে! বুঝিয়ে দিলেন ২৭-এর জন্য তৈরি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: প্রথম ওডিআইতে ব্যর্থতার দ্বিতীয় একদিনের ম্যাচে রানে ফিরেছেন রোহিত শর্মা। ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। একইসঙ্গে একাধিক রেকর্ড ভেঙেছেন হিটম্যান।
advertisement
ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচে ১০০০ রান করা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন রোহিত শর্মা। দ্বিতীয় ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডেতে ১০০০ ওয়ানডে রান পূর্ণ করতে ২ রানের প্রয়োজন ছিল এবং ভারতের ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে মিচেল স্টার্ককে চার মেরে তিনি লক্ষ্য অর্জন করেন।
advertisement
advertisement
রোহিত শর্মা ওডিআইতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডেতে মুম্বইয়ের ডানহাতি এই ব্যাটসম্যানের সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫০ ওভারের ফর্ম্যাটে ভারতের হয়ে ১১,২২১ রানের রেকর্ড ভাঙতে ৪৬ রানের প্রয়োজন ছিল এবং তিনি ২১তম ওভারের পঞ্চম বলে অ্যাডাম জাম্পাকে চার মেরে লক্ষ্য অর্জন করেছিলেন।
advertisement
