ছাব্বিশের আগে বিরাট পরিকল্পনা বঙ্গ বিজেপির...! ২৮ বিধানসভা কেন্দ্রের ম্যাপিং করছে গেরুয়া শিবির

Last Updated:

BJP: কলকাতা ও শহরতলির জন্য এবার নিজস্ব ম্যাপিং করতে চলেছে বিজেপি। সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবের উপস্থিতিতে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার ২৮টি বিধানসভা কেন্দ্রের ম্যাপিং হবে। বৈঠকে থাকবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও।

বিরাট পরিকল্পনা বঙ্গ বিজেপির
বিরাট পরিকল্পনা বঙ্গ বিজেপির
কলকাতা: কলকাতা ও শহরতলির জন্য এবার নিজস্ব ম্যাপিং করতে চলেছে বিজেপি। সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবের উপস্থিতিতে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার ২৮টি বিধানসভা কেন্দ্রের ম্যাপিং হবে। বৈঠকে থাকবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও।
উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, যাদবপুর— এই চারটি সাংগঠনিক জেলার মোট ২৮টি বিধানসভা আসনের পরিস্থিতির পূর্ণাঙ্গ ম্যাপিং করবে বিজেপি। গত কয়েকটি নির্বাচনে কোন আসনে কেমন ফল হয়েছে। কোথায় তৃণমূলের সঙ্গে ব্যবধান কত। কোন এলাকায় কোনটা প্রধান ইস্যু। কোথায় মুসলিম জনসংখ্যা কেমন? তফসিলি ভোটের পরিমাণ কোথায় কত? এমন নানা তথ্য হাতে নিয়ে আসনগুলির পরিস্থিতির পূর্ণাঙ্গ বিশ্লেষণ হবে। সেই বিশ্লেষণের ভিত্তিতে কলকাতা ও শহরতলির এই অংশে ভোটের রণকৌশল নির্ধারিত করবে গেরুয়া শিবির।
advertisement
advertisement
ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চায় বিজেপি। ২৬-র ভোটে রাজনৈতিক প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘ব্যক্তিগত’ আক্রমণে সতর্ক থাকতে চাইছে গেরুয়া শিবির। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে নিশানা করতে গিয়ে বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাগামছাড়া আক্রমণ করেছিলেন বিজেপি নেতারা।
advertisement
২০২১ সালের পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতিতে বৈঠকে একাধিক সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। রাজ্য সরকারের নীতিগত ব্যর্থতা ও দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ শানাবে বিজেপি। তা নিয়ে প্রচারে ঝড় তুলবেন বিজেপির নেতা কর্মীরা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ কম থাকবে।
advertisement
কয়েকদিন আগে হওয়া বৈঠকে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল, সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব ছিলেন। বঙ্গ বিজেপির কয়েকজন শীর্ষ নেতৃত্ব ছিলেন। আরএসএসের পক্ষে কয়েকজন কেন্দ্রীয় ও এই রাজ্যের কয়েকজন শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন ওই বৈঠকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ছাব্বিশের আগে বিরাট পরিকল্পনা বঙ্গ বিজেপির...! ২৮ বিধানসভা কেন্দ্রের ম্যাপিং করছে গেরুয়া শিবির
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement