OnePlus 15 Launch: অপেক্ষার অবসান! ২৭ অক্টোবর লঞ্চ হচ্ছে OnePlus 15, থাকবে সবচেয়ে উন্নত BOE OLED ডিসপ্লে, সবচেয়ে বড় 7300mAh ব্যাটারি! ভারতে কবে আসবে?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
OnePlus 15 কে নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। বিভিন্ন সূত্র মারফত ইতিমধ্যেই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে।
বহু বছর হল দেশের স্মার্টফোন ইউজারদের মধ্যে একটা ভরসার জায়গা তৈরি করে ফেলেছে OnePlus। প্রথম দিকে অবশ্য সংস্থার ফোন সবার ক্রয়ক্ষমতার মধ্যে পড়ত না। মূলত প্রিমিয়াম ফোন হিসেবেই বাজার ধরেছিল OnePlus। কয়েক বছর হল মিড-রেঞ্জ স্মার্টফোনের দুনিয়ায় ঢুকে সে সাধারণ ক্রেতারও মন জয় করেছে। সাধ্যের মধ্যে দিয়েছে সাধ মেটানোর মতো অনেক কিছু। ফলে, OnePlus-এর নতুন কোন মডেল কবে বাজারে আসবে, তা নিয়ে কৌতূহল সবসময়েই থাকে, এবার যেমন আলোচনার কেন্দ্রে রয়েছে OnePlus 15।
advertisement
OnePlus 15 ২৭ অক্টোবর, ২০২৫ তারিখে চিনে লঞ্চ হবে এবং শীঘ্রই ভারতেও পাওয়া যাবে। কোম্পানিটি ভারতের জন্য একটি মাইক্রোসাইটও প্রকাশ করেছে, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে। ভারতীয় সংস্করণে চিনা সংস্করণের মতোই অনেক বৈশিষ্ট্য থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি ইতিমধ্যেই ফোনটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে।
advertisement
advertisement
advertisement
ফোনটিতে থাকবে টাচ ডিসপ্লে সিঙ্ক, যা টাচ রিয়্যাকশনকে অনেক দ্রুত করে তুলবে। এতে একটি নতুন গ্লেসিয়ার কুলিং সিস্টেমও থাকবে, যার মধ্যে থাকবে এয়ারজেল ইনসুলেশন এবং ফোনটি অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করার জন্য একটি অতি-পাতলা ভেপার চেম্বার। গেমিং সেশনে দ্রুত চার্জ করার জন্য একটি ইন্টার-গেম রিচার্জ বিকল্পও পাওয়া যাবে।
advertisement
advertisement
