East Burdwan: তিরবিদ্ধ অবস্থায় রাস্তায় ঘুরছিল অবলা সারমেয়, চোখে-মুখে নিদারুণ যন্ত্রণা, প্রাণ বাঁচাতে ধন্বন্তরি হয়ে এলেন বর্ধমানের যুবক
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Burdwan: তিরবিদ্ধ অবস্থায় রাস্তায় ঘুরছিল অবলা পথকুকুর। রক্তে ভেজা শরীরে ব্যথায় ছটফট করছিল সে। খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়ে ক্রমশ মৃত্যুর দিকে এগোচ্ছিল। তবে ধন্বন্তরির মতো এসে তার প্রাণ বাঁচালেন পশুপ্রেমী আমির শেখ।
আউশগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের অমরপুর গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক এবং একই সঙ্গে মানবিক ঘটনা। প্রায় চার-পাঁচ দিন ধরে রাস্তায় যন্ত্রণায় কাতরাচ্ছিল এক অবলা পথসারমেয়। তার পিঠের কাছে গভীরভাবে গেঁথে ছিল একটি তির। রক্তে ভেজা শরীরে ব্যথায় ছটফট করছিল সে। খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল সম্পূর্ণভাবে। চোখে মুখে ছিল নিদারুণ যন্ত্রণার ছাপ। তবুও কেউ সাহায্য করতে না পারায় আশেপাশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল সেই অবলা প্রাণীটি। স্থানীয় কিছু পশুপ্রেমী মানুষ চেষ্টা করেও তিরটি বের করতে পারেননি।
স্থানীয়দের অভিযোগ, বনকর্মীদের খবর দেওয়া হলেও তাঁরা ঘটনাস্থলে এসে অবস্থার পর্যালোচনা করে ফিরে যান। এলাকায় পশুচিকিৎসকের অভাব থাকায় চিকিৎসার ব্যবস্থাও করা সম্ভব হয়নি। সেই অসহায় পরিস্থিতিতেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছিল ওই পথসারমেয়টি। ঠিক এমন এক সময়ে, ভাতার থানার মুরাতিপুর গ্রামের বাসিন্দা পশুপ্রেমী আমির শেখের কাছে খবর পৌঁছয়।
আরও পড়ুনঃ কেজি কেজি সোনার গয়নায় সেজেছেন মা! দিনাজপুরের ঐতিহ্য বোল্লা রক্ষাকালী পুজোয় ভক্তের ঢল, আপনিও দর্শন নিন
খবর পেয়েই এক মুহূর্ত দেরি না করে তিনি বাইকে চেপে প্রায় ৭০ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যান অমরপুরে। পৌঁছে তিনি নিজের হাতে সারমেয়টির শরীর থেকে তিরটি বের করেন কিছু স্থানীয় মানুষের সহযোগিতায়। তারপর দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং স্থানীয়দের সহযোগিতায় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন। আমিরের এই মানবিক উদ্যোগে মুগ্ধ গোটা অমরপুর এলাকা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়রা বলেন, “আমির না এলে হয়তো সেই অবলা প্রাণীটি বাঁচত না। ওর মতো মানুষই আজকের সমাজে দরকার।” আমির শেখ বলেন, “এই তির মারার কাজ মানুষই করেছে। ওরা তো অবলা প্রাণী, ওদের কারও ক্ষতি করার অধিকার আমাদের নেই। আমি সবাইকে অনুরোধ করব ওদের ভালোবাসুন, সাহায্য করুন। ওরা কষ্টে পড়লে দেখার কেউ থাকে না, তাই আমাদেরই সচেতন হতে হবে।”
advertisement
আমির শেখের এই কাজ যেন আবারও প্রমাণ করল, মানবতা এখনও বেঁচে আছে। একজন মানুষের সহানুভূতি ও সাহস এক অবলা প্রাণীর জীবন বাঁচাতে পারে। আমির শেখের এই কাজ সত্যিই প্রশংসনীয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
November 09, 2025 3:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Burdwan: তিরবিদ্ধ অবস্থায় রাস্তায় ঘুরছিল অবলা সারমেয়, চোখে-মুখে নিদারুণ যন্ত্রণা, প্রাণ বাঁচাতে ধন্বন্তরি হয়ে এলেন বর্ধমানের যুবক

